খালেদা জিয়াকে লেখা খোলা চিঠি (রিপোষ্ট)
লিখেছেন লিখেছেন জ্ঞানী বালক ০২ ডিসেম্বর, ২০১৩, ০৯:৩৮:২৫ রাত
অনেক আগে ম্যাডাম খালেদা জিয়ার উদ্দেশ্যে একটা খোলা ছিঠি লিখেছিলাম। জানি না ম্যাডামের কাছে সেটা পৌছিয়েছে কিনা তবে সে পথেই হাটছে বিএনপি।
http://www.bdtomorrow.com/blog/blogdetail/detail/1901/gaanybalok/5959#.Upyp3tKQZ60
আসসালামুয়ালাইকুম ম্যাডাম,
জানি না এই লেখা আপনার কাছে পৌছবে কি না। তারপরও যদি পৌছে তাই ছোট্ট একটা প্রচেষ্টা। আপনার মুল্যবান সময় নষ্ট করব না জন্য ছোট করেই লিখছি।
দেশ সত্যিকার অর্থেই এক ক্রান্তিকাল অতিক্রম করছে। মানুষের প্রতিবাদ করার যে মৌলিক অধিকার সেটাও 'দেখামাত্র গুলি' করে স্তব্ধ করে দিচ্ছে। পাখির মত গুলি করে মারছে মানুষ। তাবত মিডিয়া আজ লজ্জাহীনভাবে গনহত্যার পক্ষে অবস্থান নিয়েছে। আরো হত্যা করার উসকানি দিচ্ছে। ভয়ঙ্গর হত্যাযজ্ঞে মেতে উঠেছে সরকার।
তারপরও আমি আশাবাদী মানুষ। এদের পরাজয় হবেই ইনশাল্লাহ। তবে সে আশা ছিল ক্ষীণ। নিভু নিভু করে জ্বলছিল। কিন্তু সে আশা হঠাৎ করেই ১০ গুণ বেড়ে গেল যখন শুনলাম আপনি বিমানবন্দর থেকে নেমেই বললেন, "যখন আমার দেশের মানুষকে পাখির মত গুলি করে হত্যা করা হয় তখন আমি তোমাদের ফুল নেব না"। এর পর সেই দশ গুন আশা বিশগুন হয়ে গেল যখন আপনার চমৎকার ভাষন শুনলাম। আমি দ্বিধাহীনভাবে বলতে চাই এটাই ছিল আপনার দেয়া শ্রেষ্ঠ ভাষন। এর চেয়ে সুন্দর দিক নির্দেশনামূলক ভাষন অন্য কেউ তো বটেই আপনি নিজেও দিতে পারেন নি। এখন সেই আশা শতভাগ হয়ে গেল যখন আপনি ভারতের রাষ্ট্রপতির (মূলত বর্তমান অবস্থার জন্য ভারতের প্রেস্ক্রিপশনই দায়ী) সাথে সাক্ষাত করতে অস্বীকার করলেন তখন বুঝা গেল আন্দোলনে আপনি অনড়। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আপনি যদি আপনার সিদ্ধান্তে অটল ও দৃঢ় থাকতে পারেন তাহলে এ সরকারের মেয়াদ মার্চ পার করবে কি না সন্দেহ। গনহত্যার দায় নিয়ে এ সরকারের বিরুদ্ধে প্রবল সংগ্রাম গড়ে তুলুন। জনগনের প্রাণের দাবী তারা এই অবস্থার পরিত্রাণ চায়। আপনি যদি জনগনের এই বিপদের সময় তাদের পাশে দাড়াতে ব্যর্থ হন তাহলে তারা আপনাকে আর বিশ্বাস করবে না। আপনি আমাদের আশা জাগিয়ে যদি ১২ই মার্চ এর মত প্রবল আন্দোলন শুরু করে আবার দমে যান তাহলে এ জাতির জন্য এক ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। পতন ছাড়া আন্দোলন থামবে না এই মন্ত্রে এগিয়ে যান এবং নেতা কর্মীদের এভাবেই প্রস্তুতি নিয়ে বলুন।
কিছু টিপস-
১। মামলা দিয়েই আপনাদের বিপদে ফেলার পায়তারা করছে সরকার। তাই দুই একজনকে মুখপাত্র হিসেবে সামনে রাখুন আর বাকিদেরকে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে বলুন। প্রয়োজনে আপনিও আন্ডারগ্রাউন্ডে চলে যান। আন্দোলন চালাতে এটা কোন খারাপ কিছু নয়। কৌশলটাই আসল।
২। মোবাইল অথবা ইন্টারনেট নেটওয়ার্ক শক্তিশালি করুন যাতে আপনার নির্দেশনা অতিদ্রুত মাঠ পর্যায়ের নেতা কর্মীদের মাঝে ছড়িয়ে যায়।
৩। ফেসবুক বা টুইটারে বিকল্প মিডিয়া বানাতে আপনার টেকনিকাল উইং কে নির্দেশ দিন।
একরাশ আশা নিয়ে আপনার সাফল্যের আশায় অপেক্ষায় রইলাম।
বিষয়: বিবিধ
১৪৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন