সিরিয়া নিয়ে আমার ভাবনা
লিখেছেন লিখেছেন জ্ঞানী বালক ২৯ আগস্ট, ২০১৩, ০৯:৫০:৪০ সকাল
সিরিয়া নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন ভাবনা রয়েছে। বাশার আর আসাদ নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাশার আল আসাদকে ক্ষমত থেকে সরে যেতে হবে। এ যেন সিরিয়ার উপর চেপে থাকা এক বিষফোড়া। কিন্তু তাকে উৎখাতের জন্য ঈঙ্গ-মার্কিন হামলা হবে সেই বিষফোড়ার ভুল ঔষধ। ফলে এটা না সেরে বরং আরো তীব্র আকার ধারন করবে। আসাদের চেয়ে ইঙ্গ-মার্কিনরা কখনোই ভালো নয়। সুতরাং দুই মন্দের মধ্যে আপাতত কম মন্দ হিসেবে আসাদকেই বেছে নিলাম। এই যুদ্ধে যেন সিরিয়া জয়ী হয় তারপর আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন বাশারকে সরিয়ে দিয়ে একজন ভাল শাষক সিরিয়াকে উপহার দেন।
বিষয়: আন্তর্জাতিক
১৫৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন