বাংলাদেশ বিমান বাহিনী (সংগ্রহে রাখার মত কিছু তথ্য)
লিখেছেন লিখেছেন প্রবাস জীবন ২০ জানুয়ারি, ২০১৩, ০৫:০৮:৫৬ বিকাল
"বাংলার আকাশ রাখিব মুক্ত" এই দৃপ্ত শপথে বলিয়ান বাংলাদেশ বিমানবাহিনী আসামের দিমাপুরে ২৮শে সেপ্টেম্বর ১৯৭১ সালে গঠিত হয়। মাত্র তিনটি বিমান নিয়ে এই বাহিনীর যাত্রা শুরু হয় যার মধ্যে ছিলো দুটি বিমান ডিসি-৩, ডাকোটা এবং একটি অ্যালুয়েট-৩ হেলিকপ্টার। পাকবাহিনীর ফেলে যাওয়া পাচঁটি স্যাবর (এফ-৮৬)-ই ছিলো এই বাহিনীর প্রথম জঙ্গী বিমান।
## ১৯৭১-এ বিমান বাহিনীর সদস্যগণ:-
১৯৭১ সালে স্বাধিনতা যুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনীর একাধিক অফিসার এবং বৈমানিক কর্মকতা বিভিন্ন সেক্টরে অংশগ্রন করেছিলেন। আবার অনেকেই সরাসরি মূল বাহিনীর সাথে থেকে যুদ্ধে অংশগ্রহন করেছিলেন। যুদ্ধ অংশগ্রহনকারীদের মধ্যে বিশেষ ব্যাক্তিত্বদের তালিকা নিচে দেয়া হল:-
@ এয়ার ভাইস মার্শাল (এয়ার চিফ) খাদেমুল বাশার
পিএএফ-বিএএফ - মৃত
@ উইং কমান্ডার এম হামিদুল্লাহ খান
পিএএফ-বিএএফ - মৃত
@ এয়ার ভাইস মার্শাল (এয়ার চিফ) সদরুদ্দিন হোসেন
পিএএফ-বিএএফ - অবসরপ্রাপ্ত
@ এয়ার কমোডর আতাউর রহমান
পিএএফ-বিএএফ - অবসরপ্রাপ্ত
@ স্কোয়াড্রন লিডার ওয়াহিদুর রহমান
পিএএফ-বিএএফ - অবসরপ্রাপ্ত
@ স্কোয়াড্রন লিডার নুরুল কাদের
পিএএফ-বিএএফ - অবসরপ্রাপ্ত
@ স্কোয়াড্রন লিডার সামসুর রহমান
পিএএফ-বিএএফ - অবসরপ্রাপ্ত
@ এয়ার ভাইস মার্শাল (এয়ার চিফ) সুলতান মাহমুদ
পিএএফ-বিএএফ - অবসরপ্রাপ্ত
@ স্কোয়াড্রন লিডার নুরুল ইসলাম
পিএএফ-বিএএফ - অবসরপ্রাপ্ত
@ গ্রুপ ক্যাপ্টেন সামসুল আলম
পিএএফ-বিএএফ - অবসরপ্রাপ্ত
@ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীর শ্রেষ্ঠ
পিএএফ-বিএএফ – ১৯৭১ সালে যুদ্ধে বাংলাদেশকে সহায়তা করার সময় মৃত্যুবরণ করেন
@ ফ্লাইট লেফটেন্যান্ট লিয়াকত
পিএএফ-বিএএফ - অবসরপ্রাপ্ত
@ ফ্লাইট লেফটেন্যান্ট ইকবাল রশিদ
পিএএফ-বিএএফ - অবসরপ্রাপ্ত
@ ফ্লাইং অফিসার রউফ
পিএএফ-বিএএফ - অবসরপ্রাপ্ত
@ গ্রুপ ক্যাপ্টেন আশরাফ
পিএএফ-বিএএফ - অবসরপ্রাপ্ত
@ ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খান
পিএএফ-বিএএফ - অবসরপ্রাপ্ত
@ ফ্লাইট সার্জেন্ট শফিকুল্লাহ
পিএএফ-বিএএফ - অবসরপ্রাপ্ত
## প্রতিষ্ঠানিক কাঠামোঃ-
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান কার্যালয় ঢাকা সেনানিবাসে অবস্থিত। অপারেশন এন্ড ট্রেনিং (Ops. & Trng.), অ্যাডমিনিস্ট্রেশন এন্ড স্পেশাল ডিউটি (Admin. & SD), এবং ম্যাটেরিয়াল এন্ড মেইনটেনেন্স (M & Mte) তিনটি বিভাগ পারিচালনা করা হয় প্রধান কার্যালয় থেকে। প্রতিটি বিভাগ দুইজন অফিসারের দায়িত্বে পরিচালিত হয় একজনের পদবী হল প্রন্সিপাল স্টাফ অফিসার (PSO) এবং অপরজন হলেন এসিসটেন্ট চিফ অফ এয়ার স্টাফ ACAS (Ops & Trng)। প্রত্যেক পিএসও এর অধিনে গ্রাউপ ক্যাপ্টেন পদমর্জাদার একাধিক ডিরেক্টর থাকেন। একইভাবে ডিরেক্টের অধিনে ডেপুটি ডিরেক্টর (DD) এবং স্টাফ অফিসার (SO) থাকেন।
## অফিস অফ দি চিফ অফ এয়ার স্টাফ:- (COAS)
@ @ এয়ার সেক্রেটারিস ব্রাঞ্চ
@@ চিফ ইন্সপেকটরেট
@@ ডিরেক্টর অফ এয়ার ইন্টেলিজেন্স
@@ জাজ অ্যাডভোকেট জেনারেল
## অপারেশন এন্ড ট্রেনিং ব্রাঞ্চঃ:-
@@ ডিরেক্টর অফ এয়ার ডিফেন্স
@@ ডিরেক্টর অফ এয়ার ট্রাফিক সার্ভিস
@@ ডিরেক্টর অফ এয়ার ট্রেনিং
@@ ডিরেক্টর অফ এডুকেশন
@@ ডিরেক্টর অফ ফ্লাইট সেফটি
@@ ডিরেক্টর অফ আইটি
@@ ডিরেক্টর অফ মেটেরলজি
@@ ডিরেক্টর অফ প্ল্যান
@@ ডিরেক্টর অফ রিক্রুটমেন্ট
## অ্যাডমিনিস্ট্রেশন এন্ড স্পেশাল ডিউটি ব্রাঞ্চঃ-
@@ ডিরেক্টর অফ প্রোফস্ট মার্শাল
@@ ডিরেক্টর অফ অ্যাডমিনিসট্রেটিভ কোঅপারেশন
@@ ডিরেক্টর অফ ফাইন্যান্স
@@ ডিরেক্টর অফ মেডিকেল সার্ভিস
@@ ডিরেক্টর অফ পার্সোনেল
@@ অফিস অফ দি চিফ ইঞ্জিনিয়ারিং
@@ ডিরেক্টর অফ ওয়ার্কস
@@ ডিরেক্টর অফ ওয়ারফেয়ার এন্ড সেরেমনি
## ম্যাটেরিয়াল এন্ড মেইনটেনেন্স ব্রাঞ্চ :-
@@ ডিরেক্টর অফ অ্যারমেন্ট এন্ড ওয়েপন
@@ ডিরেক্টর অফ কমিউনিকেশন এন্ড ইলেকট্রনিক্স
@@ ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং
@@ ডিরেক্টর অফ প্রোজেক্ট
@@ ডিরেক্টর অফ লজিসটিক্স
## বাংলাদেশ বিমান বাহিনীর যেসকল ব্রাঞ্চ বা শাখা রয়েছে:-
@ অ্যাকউন্টস্
@ প্রশাসন ও প্রশিক্ষণ
@ এয়ার ডিফেন্স ওয়েপন কন্ট্রোল
@ এয়ার ট্রাফিক কন্ট্রোল
@ শিক্ষা
@ প্রকৌশল
@ জেনারেল ডিউটি (নেভিগেটর)
@ জেনারেল ডিউটি (পাইলট)
@ আইন
@ লজিসটিকস্
@ মেটেরোলজি
## বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেডসমূহ:-
@ এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ারিং
@ ইলেকট্রিকাল এন্ড ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং
@ জেনারেল ইঞ্জিনিয়ারিং
@ মেকানিকাল ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং
@ আর্মামেন্ট ইঞ্জিনিয়ারিং
@ রেডিও ইঞ্জিনিয়ারিং
@ গ্রাউন্ড সিগনালিং
@ রাডার অপারেশন
@ লাইফ সেভিং ইকুইপমেন্ট
@ ফটোগ্রাফি
@ এয়ার ট্রাফিক কন্ট্রোল
@ এডিকেশন
@ সাইফার
@ মেটেরোলজি
@ মেডিকেল
@ সেক্রেটারিয়াল
@ সাপ্লাই
@ জেনারেল সার্ভিস
@ মেকানিকাল ট্রান্সপোর্ট অপারেশন
@ প্রোভোস্ট
@ ক্যাটারিং
@ মিউজিশিয়ান
@ এয়ারক্রু
## বিমানসমুহ:-
বিমানের ধরণ বিমানের সংখ্যা
@ Multi Role Combat Aircraft 94
@ Operational Conversion Unit 14
@ Counter Insurgency 8
@ Transport Aircraft 11
@ Helicopter 41
@ Intermediate Jet Trainer 11
@ Rotary Wing Trainer 4
@ Primary Fixed Wing Trainer 25
## জাতিসংঘ মিশনে অংশগ্রহন"-
জাতিসংঘের বিভিন্ন শান্তি মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর ৬০০ এরও বেশি সদস্য অংশগ্রহন করেছেন। এই সদস্যদের মধ্যে সাধারণ সৈন্য থেকে অফিসার সকল পর্যায়ের সদস্যরাই ছিলেন। ১০টি হেলিকাপ্টার বিভিন্ন বর্তমানে বিভিন্ন শান্তিমিশনে ব্যবহৃত হচ্ছে। এছাড়া আফ্রিকায় জাতিসংঘ শান্তিমিশনে একটি সি-১৩০ পরিবহন বিমান ব্যবহৃত হচ্ছে। জাতিসংঘ মিশনে অংশগ্রহনকারী দেশসমূহের মধ্যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সদস্য অংশগ্রহন করেছেন।
## সহায়ক অস্ত্রসমূহ:-
@ পিএল-২
@ পিএল-৫
@ পিএল-৭
@ পিএল-৯
@ ভ্যমপেল আর-২৭
@ ভ্যমপেল আর-৭৩
@ এলটি-২
@ এলএস-৬
@ এফএম-৯০
## ছোট অস্ত্রসমূহ:-
@ Type 92
@ Sarsilmaz Cobra Special Tactical
@ BD-08
@ RPD
@ MGL Mk1
## চিহ্ন:-
বাংলাদেশ বিমান বাহিনীর মূল ব্যাজ, মূললক্ষ্য, চিহ্ন এবং মেডেলসমূহ কমনওয়েলথের অন্যান্য দেশসমূহের মত। মূল রংগুলো হল নীল, সবুজ এবং লাল।
## বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান কর্মকর্তাগণ:-
@@ এয়ার ভাইস মার্শাল আবুল করিম খন্দকার
(এপ্রিল ১০, ১৯৭২ – আগস্ট ১৭th ১৯৭৫)
@@ এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ গোলাম তায়েব
(আগস্ট ১৮th ১৯৭৫–১৯৭৭)
@@ এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাসার
(১৯৭৭–১৯৭৭)
@@ এয়ার ভাইস মার্শাল আব্দুল গফুর মাহমুদ
(১৯৭৭–১৯৭৮)
@@ এয়ার ভাইস মার্শাল সদরুদ্দিন মোহাম্মদ হোসেন
(১৯৭৮–১৯৮২)
@@ এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ
(১৯৮২–১৯৮৭)
@@ এয়ার ভাইস মার্শাল মমতাজ উদ্দিন আহমেদ
(১৯৮৭–১৯৯১)
@@ এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী
(৪ জুন ১৯৯১ – ৩ জুন ১৯৯৫)
@@ এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ
(৩ জুন ১৯৯৫ – ৪ জুন ২০০১)
@@ এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম
(৪ জুন ২০০১ – ৭ এপ্রিল ২০০২)
@@ এয়ার ভাইস মার্শাল ফকরুল আজম
(৮ এপ্রিল ২০০২ – ৭ এপ্রিল ২০০৭)
@@ এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমান ndc, fawc, psc
(০৮ এপ্রিল ২০০৭ – ১২ জুন ২০১২)
@@ এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারি ndu, psc
(১৩ জুন ২০১২ – বর্তমান)
তথ্য সুত্রঃ-
@ বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব ওয়েব সাইট
@ উইকিপিশডিয়া
আগের পোষ্ট ঃ-
বাংলাদেশ সেনাবাহিনী (সংগ্রহে রাখার মত কিছু তথ্য)
বিষয়: বিবিধ
৫১৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন