স্বপ্ন থেকে সত্যি
লিখেছেন লিখেছেন গকডৃভিড়ডফভ ০৪ জানুয়ারি, ২০১৩, ১১:৫৯:৫৩ সকাল
আমার স্বপ্ন কখন হবে সত্যি ?
কবে পাব সেই অপেক্ষা থেকে মুক্তি
জানি না জানি না জানি না ,
কবে সত্যি হবে জানি না ।
মিটবে আমার কখন পাওনা
সফল হবে আমার কখন সাধনা,
কে দেবে আমার অপেক্ষার অনুপ্রেরনা।
আর পারছিনা করতে অপেক্ষা
এখনি কি শেষ করে দেবো
আমার প্রতিজ্ঞা ?
কেউ দেওনা আমায়
অপেক্ষার অনুপ্রেরণা ।
বিষয়: সাহিত্য
১০৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন