বিধাতার বিধান
লিখেছেন লিখেছেন গকডৃভিড়ডফভ ২৭ জানুয়ারি, ২০১৩, ০১:৪২:১৪ দুপুর
কেউ আসে, কেউ যায়
কেই পায় আবার কেউ বা না পায়
কেই জানায় ডবষপড়সব
আবার কেই জানায় নুব নুব ।
এটাই তো পড়ে প্রাকৃতিক বিধানে,
একদিন তো দেখা হবে নিধানে।
সেখানে কেউ থাকবে জাহান্নামে,
কেউ থাকবে জান্নাতে,
এটাই তো বিধাতার বিধান।
বিধাতা কেন বিধান করেন নি ?
সবাইকে নিয়ে এক সাথে থাকা,
এই জন্যে নিজেকে লাগে খুব ফাঁকা।
ঘুরতে থাকে বিধানের চাকা
যেই দিন যেই বিধানে পড়ে
সেই দিন বিধান পালন করতে হয় লড়ে ।
বিষয়: বিবিধ
৯৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন