সুশীল সমাজ (এটা কবিতা না হলে ও কোবতে যে হয়েছে এ ব্যাপারে আমি নিশ্চিৎ। আপনি কি বলেন?)
লিখেছেন লিখেছেন হায়পোথিসিস ১৫ জানুয়ারি, ২০১৩, ১১:৫০:৫৯ রাত
সুশীল সমাজ
জনতাঃ সুশীল সমাজ, সুশীল সমাজ জন্ম তোমার কবে?
সুসঃ দাদা বাবুদের আশির্বাদে, আওয়ামী ধারার কোলে,
বুদ্ধিজীবের খোলস ছেড়ে-জন্ম নিলাম ভবে
জনতাঃ সুশীল সমাজ, সুশীল সমাজ কোথায় থাক তুমি?
সুসঃ বাম দাদাদের ঝোলার ভিতর ঘুমিয়ে থাকি আমি।
জনতাঃ পিটিয়ে যখন মানুষ মারে তখন কর কি?
সুসঃ লীগ যদি বা মারে তবে করব আমি কি?
জনতাঃ সুশীল সমাজ, সুশীল সমাজ কখন তুমি জাগো?
সুসঃ দুটি সময় ছাড়া মোরা আর ত জাগিনাকো-
লীগের কথা বলতে যখন তাদের লাগে ঢুলী,
ইসলামী সব ঠেকিয়ে দিতে আমরা খাটি কুলী।
জনতাঃ জন্ম যারা নিয়েছিল একাত্তরের পরে-
তাদের তুমি রাজাকার বল কেমন করে?
সুসঃ কেরে তুই প্রশ্ন করিস আস্ত বোকার হদ্দ?
ইসলাম না আসতে পারে তাই ত করি যুদ্ধ।
প্রশ্ন করিস বুঝিস নাকো আমরা কিবা চাই-
“উলট পালট করে দে মা লুটে-পুটে খাই।“
জনতা: তোমার নামটি সুশিল সমাজ দিয়েছিল কে?
নামটি হবে কুশিল সমাজ, এবার জেনে নে।
(বি:দ্র: লিখেছিলাম ২০১০ সালের অক্টোবর মাসে।)
বিষয়: বিবিধ
১৪২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন