সৈরাচারী হাসিনার এই চিল্লাচিল্লিতে কিছু বানী চিরন্তন মনে পড়ে গেলঃ

লিখেছেন লিখেছেন হায়পোথিসিস ১৯ মার্চ, ২০১৩, ১০:১৭:১৬ সকাল

সৈরাচারী হাসিনার এই চিল্লাচিল্লিতে কিছু বানী চিরন্তন মনে পড়ে গেলঃ

(সোহরাওয়ার্দী উদ্যানে শেখ হাসিনা)

১। ঘরে কেরে? কলা খাইনি।

(উনি (খালেদা জিয়া) বাংলাদেশের কল্যাণ চান না, মঙ্গল চান না। ... উনি (খালেদা জিয়া) আল্লাহর ওপরও বিশ্বাস হারিয়েছেন।... বিরোধীদলীয় নেতাকে রক্তপিপাসু আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের রক্ত নেয়া উনাদের চরিত্র। উনি (খালেদা জিয়া) আরও রক্ত চান। মানুষের রক্ত নিয়ে উনি ক্ষমতার মসনদে বসবেন। উনি (খালেদা জিয়া) দেশকে ধ্বংস করতে চান।... ফাঁসির হুকুম না হলে জিয়াউর রহমানের সকালের নাস্তা হতো না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।...... যারা ধর্মের নামে ধোঁকাবাজি করে তারা কী ধর্মে বিশ্বাস করে?...... আমরা আর কোনো রক্তপাত চাই না। কোনো মায়ের কোল খালি হোক তা চাই না। আর কোনো প্রাণ ঝরুক তা আমরা চাই না।... বিএনপি নেত্রী চান না, ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক।... )

২। চোরের মার বড় গলা

(বিগত জোট সরকারের সমালোচনা করে তিনি বলেন, ওই সময় সন্ত্রাস, দুর্নীতি আর জঙ্গিবাদ ছাড়া বাংলার মানুষ আর কিছু পায়নি। বর্তমান সরকারের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের বর্তমানে বোমাবাজি নেই, জঙ্গিবাদ নেই।...)

৩। পাগল তার আশে পাশে যাকে দেখে তাকেই পাগল মনে করে।

(বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মানসিক অসুস্থ বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।...)

বিষয়: বিবিধ

২৩২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File