‘রাসুল (স) বলেছেনঃ মৃত ব্যক্তির বিরুদ্ধে ......খারাপ কিছু বলো না।‘---থাবাবাবা টাইপের লোকদের বাচানোর জন্য এই প্রচারের জবাব

লিখেছেন লিখেছেন হায়পোথিসিস ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:২৯:৫৭ সন্ধ্যা

কিছু লোক একটা কথা প্রচার করছে যে, ‘রাসুল (স) বলেছেনঃ মৃত ব্যক্তির বিরুদ্ধে ......খারাপ কিছু বলো না।‘

উত্তরঃ আসলে এরা বেশির ভাগ ইসলাম বিদ্বেষি। মুসলমান নবী (স), কোরানের অবমাননা সহ্য করে না। এখন যদি কেউ তাদের ক্ষতি করে তাই এই হাদিস প্রচার করা শুরু করেছে। মনে হয় এদের উদ্দ্যেশ্য ভাল। আসলে এদের অন্তর ভিষন কালো।

এই হাদিস সবার জন্য প্রযোজ্য নয়। যদি প্রযোজ্য হত তাহলে আমরা আবু জেহেল, আবু লাহাব, কাব-বিন-আসরাফ দের ভয়ঙ্কর খারাপ চরিত্র সম্পর্কে জানতে পারতাম না। সাহাবা, তাবেয়ি এরা কেউ বর্ননা না করলে আমরা কেমন করে জানতাম যে এদের চরিত্র, ইসলাম বিদ্বেষ খুব খারাপ ছিল?

পরবর্তি বংসধর যেন এদের চরিত্র জানে এবং এই ধরনের লোকদের অনিষ্ট থেকে নিজেকে এবং সমাজ, রাষ্ট্র কে বাচাতে পারে তাই এদের খারাপ চরিত্র সম্পর্কে সবাইকে জানান সকল মুসলমান কে জানানো আমাদের ঈমানী দায়িত্ব।

তাই, এই সব প্রচারকদের দ্বারা যেন অন্য কেউ বিভ্রান্ত না হয় সে কারনে যেখানেই এরা এই প্রচার করবে সেখানেই আপনারা এই উত্তর দিন। জবাব দিন এদের।

বিষয়: বিবিধ

১০৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File