এসে গেলাম (বিসমিল্লাহ)
লিখেছেন লিখেছেন হায়পোথিসিস ০৪ জানুয়ারি, ২০১৩, ১২:১৫:১৩ দুপুর
সালাম নিবেন।
আমি নতুন। কিন্তু! একি সব কিছুই কেন জানি চেনা চেনা মনে হচ্ছে। ব্লগ নীতিমালা ও কেন জানি খুব ই পরিচিত।
বাংলা পত্রিকা, ব্লগ সবাই ত বড় মানে ভয়ংকর বড় কথা বলে শুরু করে কিন্তু হয় তা বজায় রাখতে পারেনা অথবা ফাকি দিয়ে মানুষকে আকৃষ্ট করার জন্য এরকম কথা বলে। যেমন, "বদলে যাও, বদলে দাও", "আংশিক নয়, পুরো সত্য", "নীতির প্রশ্নে আপোষহীন", "আমাদের হাত বাধা নয়..", "সকল মতের মিলন মেলা"। এরাও যেন সেই সব বাস সার্ভিসের মত, যারা বলে: "সিট ক্যাপাসিটি", "গেইট লক", "আল্লাহর কসম গেইট লক"।
এসব দেখতে দেখতে কেন জানি এখন কাউকে আর বিশ্বাস করতে ইচ্ছে করে না। কিন্তু বিশ্বাস ছাড়া ত মানুষ চলতে পারে না। তাই বিশ্বাস করতে হয়। বিশ্বাস করি। আমি ও কিছুটা ঐ সব লোকের মত যারা বলে, বিশ্বাস করে ঠকাও ভাল। আবার এও জানি, যে মুমিন একই গর্ত থেকে দুইবার দংসন পেতে পারে না।
যাই হোক, এই ব্লগের কাছে আমার মাত্র দু'টি আশা:
১। অশ্লিলতা মুক্ত হবে।
২। কমপক্ষে ধর্মকে কটাক্ষ করা থেকে মুক্ত হবে, বিশেষ করে বর্তমান দুনিয়ার এতিম (?) ধর্ম ইসলাম কে নিয়ে কটাক্ষ থাকবেনা।
সুন্দর হোক এই ব্লগ এই দোয়া করে যোগ দিচ্ছি এই ব্লগের সবার সাথে।
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন