পাকিস্তানি পুলিশ আর বাংগালি পুলিশে কোন পার্থক্য নাই। ১৯৫২ আর ২০১৩ সে কথায় প্রমান করল।
লিখেছেন লিখেছেন হায়পোথিসিস ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৩১:২৯ সকাল
ফেব্রুয়ারি মাস, রক্তের মাস। পাকিস্তানি পুলিশ আর বাংগালি পুলিশে কোন পার্থক্য নাই।
১৯৫২ সালে পাকিস্তানি পুলিশ মেরেছিল সালাম, রফিক, বরকত, জব্বারকে। বলা হয়, ওরা পাকিস্তানি উর্দু ভাষি ছিল। ওরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। তাতে এই বলে উপসংহার টানা হয় যে ধর্ম নয় ভাষা এক হলে বোধহয় ওরা আমার ভাইদের বুকে গুলি করতে পারত না।
এখন ২০১৩ সাল। বাংগালি পুলিশ গুলি চালিয়েছে। মেরেছে রুহানি, ইমরান, শফিক, আফজাল, আবিদ, আরো অনেক তরুন কে। পুলিশ হাতকড়া পরা বন্দিদের হাতে পায়ে গুলি করে পঙ্গু করে দিচ্ছে। বন্দী শিবির কর্মীর চোখ তুলে হত্যা করে রাস্তায় ফেলে রাখছে।
এই পুলিশ উর্দু বলে না, বলে বাংলা। তবে এরা ফেরাউন হাসিনার বাহিনী। এরা আমাদের ধর্মকেই কেড়ে নিতে চায়।
অতএব, সব পুলিশ ই এক। কেউ ভাষা কেড়ে নেয়ার জন্য মারে। আবার কেউ মারে ধর্ম কেড়ে নেয়ার জন্য।
১৯৫২ তে গুলি যেমন পাকিস্তানের মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়েছিল। আজ তেমনি ২০১৩ র গুলি হাসিনা সহ বাম/নাস্তিক/ধর্ম নিরপেক্ষ বাদি দের মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়েছে।
এ ব্যপারে আমার কোন সন্দেহ নাই । প্রয়োজন শুধু কোরাবানির। আল্লাহ বেছে নিতে চান কারা আসল। আর কারা নকল।বিষয়: বিবিধ
১২৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন