আমার ঘৃনা হয়.........

লিখেছেন লিখেছেন হায়পোথিসিস ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৩৫:৫৪ সকাল

১। আমার ঘৃনা হয় এইসব বাম ঘাদানি পত্রিকার সাংবাদিক দের প্রতি। এরা মানুষ নয়, শয়তান থেকে ও খারাপ।

প্রথম আলো, সমকাল, যুগান্তর, কালের কন্ঠ, দেখলাম এরা খবর করেছে পুলিশের পক্ষে খবর দেই নি যেঃ

শিবিরের ছেলেদের পাখির মত গুলি করছে পুলিশ।

পুলিশ মসজিদে জুতা পায়ে ঢুকে নামাজ রত মুসল্লিদের ধরে নিয়ে যাচ্ছে।

শিবিরের ছেলেদের ধরে হাতকড়া অবস্থায় হাতে পায়ে গুলি চালিয়েছে।

ছবি দেই নি মাথায় গুলি করে মেরে ফেলেছে একটি ছেলেকে।

ছবি দিয়েছে শিবির বাসে ঢিল ছুড়ছে!!!

যদি এই একই কাজ পুলিশ বাম পন্থি নাস্তিক দের উপর ও করত তাহলে আজ প্রথম থেকে শেষ পাতা পর্যন্ত বিভিন্ন খবরে পুলিশ কে ধুয়ে খেত।

যে সব মুসলমান না জেনে না বুঝে এই সব পত্রিকার খবরের উপর নির্ভর করে তারা আসল খবর থেকে বঞ্ছিত হবে। অথচ কোরান বলছে ফাসিকের থেকে কোন সংবাদ আসলে তা যাচাই বাছাই করতে।





২। সভ্য মানুষের আইন বলে, ‘আপরাধি ছাড়া পেয়ে যাক, কিন্তু নিরপরাধ যেন শাস্তি না পায়।‘

কিন্তু এই বাম/নাস্তিক/ধর্ম নিরপেক্ষ (আল্লাহ্র রাসুল (স) নিরপেক্ষ ছিলেন না। ছিলেন ইসলামের পক্ষে।) গোষ্ঠি কোনো চাক্ষুস সাক্ষীর সাক্ষি ছাড়া ফাসি বা যাবজ্জীবন এর মত ক্যাপিটাল পানিসমেন্ট দিতে পারে। এরা পশুর চেয়ে ও নিকৃষ্ট। যারাই মানুষ কে ইসলাম বুঝাতে সক্ষম তাদের ই এরা নির্মুল করার পরিকল্পনা করেছে। এদের আসল টার্গেট, ইসলাম।

আমার ঘৃনা হয় সে সব আইনজীবিদের প্রতি যারা অপরাধ, অপরাধিকে যুক্তি দিয়ে বিচার না করে নিজস্ব ভাবাবেগ দিয়ে বিচার করে।

৩। আমার ঘৃনা হয় এই সরকারের প্রতি, এই সরকার একটা কাজেই সফল হয়েছে আর তা হল জাতিকে বিভক্ত করতে। কলোনিয়ালিস্ট গন (শত্রুরা) একটা জাতিকে বিভক্ত করে দুর্বল করে শাষন করতে সুবিধা হয় বলে। এই সরকার নিজ জাতিকে বিভক্ত করেছে কি জন্য? এতে কি বিরোধি দল নিশ্চিনহ হবে? মোটে ও না। বরং রক্ত ঝরবে উভয় পক্ষে। রাষ্ট্রের ভিত্তি, উন্নয়ন বিগহ্নিত হবে। আমার মনে হয় আসলে এরা ভারতীয় সরকারের জমিদারি করছে এই দেশের মানুষের উপর। যখন দু পক্ষ মারামারি করে দুর্বল হয়ে পড়বে, তখনি এরা ভারত মাতার সাহায্য প্রার্থনা করবে। ঠিক যেমন সিকিমের লেন্দুপ দর্জি করেছিল।

তাই সাবধান এই সব পত্রিকা থেকে। আরো সাবধান জাতিকে বিভক্তকারি এই সরকার থেকে।

আল্লাহ এই জমিনে ইসলাম কে হেফাজত করুন। আমিন।

বিষয়: বিবিধ

১০২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File