কবিতার অর্থ

লিখেছেন লিখেছেন হায়পোথিসিস ২০ জানুয়ারি, ২০১৩, ১১:৪২:৩১ রাত

কবিতার অর্থ



রাজার দরবারে কবিতা পাঠের আসর বসেছে। শ্রেষ্ঠ কবিদের পুরষ্কার দেয়া হবে। ত এক জন দরিদ্র বালক চিন্তা করে কি করে একটা কবিতা লিখা যায়। চিন্তা করতে করতেই দেখে এক বিড়াল মাটিতে পড়ে থাকা ক্ষির চেটে খাচ্ছে। দেখে অজান্তে ই বেরিয়ে আসল: "ওহে বিড়াল! কেন তুমি ক্ষির চাটিতেছ?"

মনে মনে ভাবল বাহ! এই ত সুন্দর একটা কবিতা বানিয়ে ফেলেছি। এবার পুরষ্কার পাবই।

ত সে চলল রাজার দরবারে। প্রবাদ আছে,বাংলাদেশে কাক ও কবিদের নাকি সীমা নাই। বাস্তবে, সে ও দেখল বিরাট লাইন। সে ও লাইনে দাড়িয়ে গেল। প্রায় সপ্তাহ পরে তার ডাক পড়ল।

ভিতরে ঢুকে দেখে রাজা, মন্ত্রী, এবং হরেক কিসিমের রাজ আমাত্য রাজ্যের কাজ বাদ দিয়ে কবিদের কবিতা শুনছে।

যাই হোক সে শুরু করল:

"ওহে বিড়াল! কেন তুমি ক্ষির চাটিতেছ?

ওহে বিড়াল! কেন তুমি ক্ষির চাটিতেছ?

ওহে বিড়াল! কেন তুমি ক্ষির চাটিতেছ?

ওহে বিড়াল! কেন তুমি ক্ষির চাটিতেছ?"

চার বার বলার পর সে থামল।

রাজা মশায় বললেন: ওহে, এটাই কি তোমার কবিতা?

দরিদ্র বালক বলল, জ্বি রাজা মশায়।

রাজা: কবিতা ত অন্তত চার লাইনের হবে, তাই না?

দ.বা.: রাজা মশায় চার বার ই ত বললাম, তাই না?

রাজা: বেশ, বেশ তুমি চার বার বলেছ। কিন্তু এর ছন্দ শুনতে ত মিষ্টি লাগবে, নাকি?

দ.বা.: কেন জনাব, ক্ষীর কি মিষ্টি নয়?

রাজা: আচ্ছা ঠিক আছে মানলাম এটা শুনতে ও মিষ্টি। কিন্তু, এর ত একটা অর্থ থাকতে হবে। তোমার কবিতার অর্থ কি?

দ.বা.: ভেউ ভেউ করে কেদে বলল জনাব, আমি অত্যন্ত দরিদ্র আমার কোন অর্থ নাই। অর্থের জন্য ই কষ্ট করে কবিতা লিখা। অর্থ ত আপনি ই দেবেন।

বি.দ্র: ১। ছবিটা নিয়েছি এখান থেকে: http://www.sonarbangladesh.com/blog/koliph/105984[img]http://www.bdtomorrow.net/blog/bloggeruploadedimage/hypotheses/1358703701.jpg

২। এটা আমার নিজস্ব নয়। অনেক আগে এক বন্ধুর থেকে শোনা। এই শীতের দিনে আপনাদের সাথে শেয়ার করলাম শুধু।

বিষয়: বিবিধ

১৭৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File