বিদ্রোহী তুমি জাগো

লিখেছেন লিখেছেন হায়পোথিসিস ১৮ জানুয়ারি, ২০১৩, ১১:০৬:৩৪ রাত

বিদ্রোহী তুমি জাগো

(নভেম্বর ২৯, ২০০৬)

দোহাই তোমার, নজরুল তুমি ঘুমিয়ে থেকনা আর,

নিরবতা তব শেল সম বিধে অন্তরে বাংলার।

কোলাহল কর, তীব্র নীনাদে, জাগাতে যে মুসলিম,

বিদ্রোহী তুমি জাগ আরবার, লও মম তাসলিম।

আপনার ধ্যানে আপনি পোড়া যে তোমার কর্ম নয়,

জালিমের বুকে ত্রাস সৃষ্টিতে জেগে উঠ নির্ভয়।

বিদ্রোহী তুমি ধ্যান ভাঙ্গ তব, কান পেতে শোন আজি -

“অত্যচারির খড়্গ-কৃপাণ” এখন উঠিছে বাজি।

আজি, চিরচেনা লগি-বৈঠা হয়েছে অত্যচারির অস্ত্র -

দেখ, দিনের আলই রাজপথে চলে নিরিহরা সন্ত্রস্ত্র।

যবে নর রুপি পশু ডাইনির দল, খুঁচিয়ে মারিছে মজলুমে;

বিদ্রোহী তুমি তখনো কি রবে ক্লান্ত-শ্রান্ত চির ঘুমে?

ক্লাইভ-এহিয়া-টিক্কা গিয়েছে, এখনো রয়েছে ঘষেটিরা,

অগ্নীবীনায় সুর তোল আজি, জাগুক এখনো জাগেনি যারা।

জেগে উঠে বীর বলিবে যখন “উন্নত মম শির”,

মিরজাফর আর ঘষেটিরা যাবে ঐ ভাগীরথী তীর।

তারিখ, কাশিম, খালিদ উঠিবে বাংলার ঘরে ঘরে,

খোদার হুকুম চালু হবে তবে বাংলার দরবারে।

নিরীহ মানুষ, অসহায় নারী নিশীথে হাঁটিবে নিরভয়ে,

ক্লান্ত তুমি, ঘুমিও তখন তারিকের হাতে ভার দিয়ে।

বিষয়: বিবিধ

১৬৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File