'সরকার গেছে পাগল হইয়া।'
লিখেছেন লিখেছেন হায়পোথিসিস ১১ এপ্রিল, ২০১৩, ১১:০১:১১ সকাল
'সরকার গেছে পাগল হইয়া।'
বাশেরকেল্লা নামে ফেসবুক পেইজ বন্ধ করার পায়তারা। বাশেরকেল্লাহ নাস্তিক পেইজ না বরং এই পেইজ নাস্তিকদের বিরুদ্ধে লিখে যাচ্ছে। তাই সরকার এই পেইজ সহ্য করতে পারছেনা।
নাস্তিক দমনের কথা বলে নাস্তিক জেন নিশ্চিন্তে ইসলামের বিরুদ্ধে লিখে যেতে পারে তার ব্যবস্থা করল সরকার। নাস্তিকের কথা কোন মিডিয়া প্রকাশ করতে পারবে না। নাস্তিক ইসলাম বিরোধি লিখতে পারবে না তা কিন্তু বলেনি।
অগনিত সরকারের পক্ষের মিডিয়ার মাঝে যে একটি, দু'টি পত্রিকা সরকারের বিরুদ্ধে জনগন কে সত্য জানানোর সাহস দেখিয়েছে তার একটি 'আমার দেশ' পত্রিকা। এই পত্রিকার সম্পাদক জাতির বিবেক মাহমুদুর রহমান কে গ্রেফতার করে সরকার তার ফ্যসিস্ট মনোভাবের আরো একবার পরিচয় দিল।
আমরা তার নি:শর্ত মুক্তি চাই। নাহলে সরকার পতনের আন্দোলন চাই।
বিষয়: বিবিধ
১৫০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন