যবনিকা

লিখেছেন লিখেছেন ভাব পাগলা ০৯ জানুয়ারি, ২০১৩, ১০:৪১:১৭ রাত

যবে ভিন্ন ভিন্ন হবে পথ;

ভিন্ন সব গন্তব্য স্থান,

এই পথে যেথা যাতায়ত,

চিরতরে হবে অবসান;

সেই খানে চলার চিহ্ন

দেখো পিছু ফিরে,

কভু দ্রুত, কভু ধীরে

কি অবাক করা অভিন্ন! .

কতো মনোহর!!

কি অনিন্দ সুন্দর

করে গড়েছিনু কিছু কাল

ধরে চলিবারে

এক দিকে এক সাড়ে

ছুট্ট এ পথ I একই তাল,

একি মধুময়

সুরে মোরা একই লয়

ধরে গেয়েছিনু কি মধুর

প্রাণ হরা গান !

শুনো পেতে রেখে কান,

শুন্যে শুন্যে ধ্বনিছে সে সুর!!

সেথা সম্মুখ

চেয়ে দেখো দুটি চোখ

মেলে যতদুর দেখাযায়;

দুইখানি রথ,

ভিন্ন ভিন্ন দুটি পথ

চলে গেছে অস্পষ্ট প্রায়

গন্তব্যের দিকে I

সেথা হতে ধরণীকে

তব আমার ধরায় থাকি

কভু দেখে নিতে

পাইবনা I মিলাইতে

তব সুরে মম সুর; রাখি

একতাল যেতে

সম্মুখে তব সাথে

আমি পারিবনা কভু আর !

তবু সেই খান

থেকে পিছু ফেলা গান

গুন-গুনি যদি একবার

বাজে তব মনে,

দুখানি চোখের কোণে

চিকচিকে ফোটা অশ্রুর

যদি দেখা পাই

ধরেনিব সে পাওয়াই

সব চেয়ে বড় পাওয়া মোর

চলিবার বল্

ও পথের সম্বল III

বিষয়: সাহিত্য

১১৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File