..... বায়োগ্রাফি অব মানবাধিকার চেয়ার ফ্যান......
লিখেছেন লিখেছেন বন্দী বেদুঈন ০৫ জানুয়ারি, ২০১৩, ০৭:৫৪:০৫ সন্ধ্যা
বায়োগ্রাফি অব মানবাধিকার চেয়ার ফ্যান......
..... বায়োগ্রাফি অব মানবাধিকার চেয়ার ফ্যান......
গর্ত থেকে ফিজান মিয়া বের হয়েছেন কাল
চোখ থেকে ঘুম ঝেড়ে ঝুড়ে হঠাৎ দিলেন ফাল।
অনেক ভেবে বানী দিলেন দেশের সবার তরে
মানবাধিকার পৌঁছে দেবেন সবার ঘরে ঘরে।
চোরের চুরি ধরলো যেজন তারেই ধরেন ঠেসে,
'প্রাইভেসী' এক শব্দ বটে! সেটাই বোঝান হেসে।
চেয়ার ফ্যানের চেয়ার খানি ভীষন যে নড়বড়ে
বাতাস বুঝে নৌকা লুকান কালবোশেখীর ঝড়ে।
কোথাকার কোন কাঠ মোল্লা ফতোয়া দেয় কবে,
কিংবা কোথাও সংখ্যা লঘুর নাটক শুরু হবে,
এই আশাতে বসে বসে তা দেন তার মোচে,
বক্তৃতা আর বিবৃতি সব প্যাকেজ যে খান বেচে।
ফালানী নয় ঝুলতে থাকুক কাঁটা তারের বেড়ায়
সেটা তাদের নিয়তি তাই সাধ্য কি তার ফেরায়।
কিংবা যখন ধর্ষনের আর চাঁদাবাজীর জোয়ার,
চেয়ার ফ্যানে খুঁজতে থাকেন নিরাপদ এক খোঁয়াড়।
চাপাতিলীগ যতই কোপাক দোষ হয় না তাতে
মানবাধিকার, হিউম্যান রাইটস ঝোল পায় না পাতে।
তার উপরে গুরুরা সব হাত তালি দেয় বেশ
মানুষ খুনের উৎসবও তাই হয়না তাদের শেষ।
পুলিশ লীগে বুটের নীচে যখন চাপে টুঁটি
ফিজান মিয়া মুখ লুকিয়ে হেসেই কুটি কুটি।
রিমান্ডে এক গর্ভবতীর কান্না যখন ফাটে,
নারী অধিকার ভুলে তখন কুলুপ মুখে আঁটে।
লিখতে গেলে চেয়ার ফ্যানের সফলতার কথা,
ফুরিয়ে যাবে ব্লগের পাতা, ফুরোবে না ব্যাথা।
....................................বন্দী বেদুঈন।
বিষয়: রাজনীতি
১২৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন