আমি বেদুঈন, তবু বন্দী
লিখেছেন লিখেছেন বন্দী বেদুঈন ০৪ জানুয়ারি, ২০১৩, ০১:৩৭:৩৭ রাত
আমি বেদুঈন, তবু বন্দী,
করেছি ভয়ের সাথে সন্ধি।
দেখি বিচারের নামে অবিচার,
দেখি মানবতা করে হাহাকার।
আমার মুখে তালা, পায়ে বেড়ী,
আমি বাকস্বাধীনতা খুজে ফিরি।
আমার বিবেক যে আজ লোভে,
আমার কলম কাঁদে ক্ষোভে।
আমি পারিনা ভাঙতে গন্ডী
আমি তাইতো আজো বন্দী।
বিষয়: বিবিধ
১০২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন