দেখারাম দেখে যায়......
লিখেছেন লিখেছেন বন্দী বেদুঈন ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৪৬:১১ দুপুর
বড়ই হতাশ হইলাম। গঞ্জিকা এবং বিড়ির জন্যে ফ্রি মোমবাতির সাপ্লাই এবং ঠোলালীগের হেল্প সত্বেও মাত্র ১৫০ জন নামিয়া রাস্তা গরম! পচা আলু অবশ্য বলিয়াছে এতেই নাকি শাহবাগ উত্তাল।
তাহা হইলে সারা দেশে ১৫০ হাজার তরুনের রাস্তায় নামিয়া সাধিয়া সাধিয়া গুলি খাওয়ার রিপোর্ট পচা আলু কি করিয়া দিবে? বড়ই আচানক আমাদিগের এই উটপাখী।
আমরা যাহারা নাদান তাহারা কি করিবো? আদালতকে দেয়া রাজাকারদের গালি শুনিবো, নাকি স্বাধীনতার সোল এজেন্টদের গালি শুনিবো? উভয়েই তো এই বিচারের পিতা মাতা এক করিয়া ছাড়িতেছে। বড়ই আফসোস!
দেখা যাউক এই সিরিয়ালের ডিরেক্টর টিআরপি বাড়াইবার জন্যে আর কোন কুটচালের আশ্রয় লয়?
আমরা কেবল দেখারাম, তাই দেখে যাই।
....বন্দী বেদুঈন
বিষয়: রাজনীতি
১২২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন