শুধু দেখে যাই...

লিখেছেন লিখেছেন বন্দী বেদুঈন ২৬ এপ্রিল, ২০১৩, ০৩:৪১:৪৭ দুপুর

আন্ডারমেট্রিক খালেদা জিয়ার কাছে রাজনৈতিক এবং সামাজিক শিষ্টাচারে আবারো হেরে গেলেন গন্ডাখানেক ডক্টরেক্ট এর অধিকারী ডটার অব পিস খ্যাত শেখ হাসিনা। রাষ্ট্রীয় শোক দিবস ঘোষনা করেও কালো ব্যাজ পরার সামান্যটুকু সৌজন্যেরও ধার ধারেন নি তিনি। একের পর এক তামাশা মূলক মন্তব্যের কথা নাই বা বল্লাম। এখনও তার সময় হয়নি একবার সাভারে যাবার। বরং খালেদা জিয়া যাওয়ায় দুকথা শুনিয়ে দিলেন। এই আপনিই তো কয়েকদিন আগে রাজীবের বাসায় চলে গেলেন সব কিছু ফেলেফুলে। শুধু মাত্র ব্লগে পোষ্ট দেবার কারনে ফারাবীকে গ্রেপ্তার করতে আপনার চৌকশ বাহিনীর দেরী হয়নি এক মুহূর্তও। সাথে সাথে বন্ধ করে দিয়েছেন সোনারবাংলা ব্লগ। আর আজ আপনি নাঁকি কান্নার অভিনয় করে বলছেন বিচার পরে আগে মানুষ উদ্ধার করতে। সেই উদ্ধার কাজে আপনার কৃতিত্বও আমরা দেখছি ভালো করেই। শাহবাগে মোমবাতি আর বিরিয়ানীর নিরলশ সাপ্লাই ছিল। অথচ সাভারে টর্চ কিনতেও জনগনকে চাঁদা দিতে হচ্ছে। বাকি বিস্তারিত সবকিছুই জনগন জানে। তাই আপনার কাছে আর কিছু আশা করি না। কিছু করতে না পারেন ফাউল মন্তব্য করা থেকে অন্তত: বিরত থাকুন।

.

রাষ্ট্রপতির কাছেও আমরা আর কিছু আশা করি না। ঘটনার দিন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে পারলেন, পরদিন টুঙ্গীপাড়া যেতে পারলেন এমন কি সাভার স্মৃতিসৌধেও যেতে পারলেন, শুধু পারলেন না খুব কাছেই ঘটনাস্থলে যেতে! ভাবতেও মাঝে মাঝে অবাক লাগে কাদের আমরা রাষ্ট্রীয় অভিভাবক বানিয়েছি? দোষ আসলে আমাদেরই। আমরাই তো প্রতি পাঁচবছরে কিছু নরপশুর হাতে তুলে দিই নিজেদেরকে। আমাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত।

.

পূনশ্চ: আরেক নেশাখোরের মন্তব্যের ব্যাপারে মন্তব্য করে ফেসবুক আর ব্লগের পাতায় দূষন আর বাড়াতে চাই না।

.

............ বন্দী বেদুঈন। ২৬শে এপ্রিল ২০১৩

বিষয়: বিবিধ

১২৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File