আমি মানুষ নয়....

লিখেছেন লিখেছেন বন্দী বেদুঈন ১৭ এপ্রিল, ২০১৩, ০২:১৭:২৬ রাত



--ইদানীং নিজেকে রক্ত মাংসের মানুষ বলে মনে হয় না আর। নিজের মধ্যে অনুভূতিহীন ভয়ঙ্কর খুনীর সব লক্ষনই দেখতে পাচ্ছি। কারন আমি এখন আর রক্ত দেখে শিউরে উঠি না। ঠান্ডা মাথায় মৃত্যুর দৃশ্যগুলো আজকাল দেখে যাই অবলীলাক্রমে। আমি ধরে ধরে জবাই করার শ্লোগান শুনে বিস্মিত হই না। এমন কি পত্রিকায় জবাই করার খবর পড়তে পড়তে, ছবি দেখতে দেখতে চায়ের কাপে চুমুক দিতে গিয়েও আমার গা গুলিয়ে উঠে না।

আমি হরতালের ধ্বংসযজ্ঞ দেখেও নির্বিকার থাকি। গানপাউডার ছড়িয়ে বাসে জীবন্ত মানুষ পোড়ানোর খবর পড়ে অবাক হই না। ঠিক তেমনি অবাক হই না লগী বৈঠা দিয়ে প্রকাশ্যে সাপের মত পিটিয়ে মানুষ মারার দৃশ্য দেখে।

মরুক না। কতই তো মরছে। সামান্য চুরির দায়ে ৮-১০ বছর বয়সী কিশোরকে গনধোলাই দিতে দেখে নিজেও অতি উৎসাহে এগিয়ে যাই। আমিও সুযোগ খুঁজি দু’একটা কিল চড় দেবার। অবশ্য শত শত হাজার কোটি টাকার চোরদের মাননীয় বলতে আমার একটুও বাধে না। বরং ভাবি, এ আর এমন কি?

মাঝে মাঝে অবশ্য এক আধটু অভিনয় করতে হয়। তাইতো হরতালে স্কুলছাত্রীর একচোখে আঘাত পেতে দেখে আমিও আহাঃ উহুঃ করি। প্রধানমন্ত্রীর নিজ হাতে সেই ছাত্রীকে অনুদান তুলে দিতে দেখেও আবেগে আপ্লুত হই। অবশ্য মাত্র কয়েকদিন আগে কলেজ ছাত্র আবিদের দুই চোখ উপড়ে ফেলে পিটিয়ে মেরে ফেলার বিষয়টা আমাকে নাড়া দেয় নি। প্রধান মন্ত্রীকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করার মত বুকের পাটাও আমার হয়নি। ঠিক যেমনি হয়নি বিশ্বজিৎকে দিন দুপুরে কুপিয়ে খুন করতে দেখেও। কারন আমি এখন আর কে খুন হলো তা চেয়ে দেখিনা। শুধু দেখি কার হাতে খুন হলো। জায়গা বুঝে তাই চুপ মেরে যাই। কারন জানেনই তো, ভাসুরের নাম মুখে নিতে মানা।

আমি তাইতো নিজের গ্রেনেডের আঘাতে পুলিশের হাত উড়ে গেলে কেঁদে বুক ভাসাই। বড় বড় স্ট্যাটাস দিই ফেইসবুকে। কিন্তু আমার আসলে কোন ফিলিংসই নেই। যেমনটা নেই পুলিশের গুলি আর গ্রেনেড-এ প্রান হারানো শত শত মানব সন্তানের জন্যেও। তাইতো ফটিকছড়ি, দিনাজপুর কিংবা বায়তুল মোকাররম স-অ-ব আমার কাছে সমান। কে কাকে ফ্লাইং কিক দিচ্ছে আর কে কাকে গুলি করছে তাতে আমার কিছুই আসে যায় না। আমি বরং খুশীই হই। সুযোগ খুঁজতে থাকি জায়গা মত বিবৃতি, বক্তৃতা কিংবা ফেসবুকে ইনিয়ে বিনিয়ে স্ট্যাটাস দেবার।

মাঝে মাঝে চেতনার রিটেইল ব্যবসাও করি। বাংলাদেশে চেতনার একমাত্র পাইকার-এর কাছ থেকে সস্তায় কিনে এনে খুচরা বিক্রি করি পত্রিকায়, ব্লগে, সভায়, টকশোতে আর ফেইসবুকে। তাতে আমার টু-পাইস ইনকাম আর লাল পানির সাপ্লাইটা ভালই চলতে থাকে। সেই সাথে বিশেষ পত্রিকার বিশেষ কলামে বিশেষ জায়গা বরাদ্দের গ্যারান্টী। গনতন্ত্রের আড়ালে ফ্যাসীবাদী যতদিন চলবে আমার ব্যবসাও ততদিন চলবে। সাম্যবাদের আড়ালে পূঁজিবাদের চামচামি যতদিন থাকবে, বাকস্বাধীনতার নামে হলুদ সাংবাদিকতা যতদিন থাকবে, আমিও ততদিন নিজেকে আড়াল করে চালিয়ে নিতে পারবো আমার রমরমা ব্যবসা।

তাই নিজেকে মানুষ মনে হলেই বা কি, না হলেই বা কি?

ঠিকই ধরেছেন। আমি মানুষ নয়, সুশীল।

...............................বন্দী বেদুঈন

বিষয়: বিবিধ

১৭২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File