আওামীদের দুর্নীতির বোঝা আপনি কেন টানবেন ?

লিখেছেন লিখেছেন আরিফ চৌঃ ২৬ মার্চ, ২০১৪, ০৫:৫০:৫৫ সকাল



বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে আওয়ামী কুইক রেন্টাল মালিকদের জন্য, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে গ্যাস কোম্পানির কাছ থেকে আওয়ামী দালালদের টাকা কামানোর জন্য, এই অবৈধ সরকারের বৈধতা পাওার জন্য ভারত, রাশিয়া, চীন থেকে অধিক মুল্যে সমরাস্ত্র সহ সকল প্রকার অযাচিত কেনা কেটা করা হচ্ছে, যার জন্য এবার আপনার আমার সড়কে চলাচলের উপর চাঁদা আদায় করা হবে ?

এই টাকা আদায়ের ইজারা পাবে আওয়ামী লীগের লোকজন, হয়তোবা ভারতীয় টাটা কোম্পানিকে আনা হবে, যাদের এসব অভিজ্ঞতা আছে। অর্থাৎ, আমার আপনার টাকা লুটপাট করে সেই টাকায় আমোদ প্রমোদ করবে বাকশালীরা।

দেশ বাঁচানোর দরকার নাই, মানুষ বাঁচানোরও দরকার নাই, বাংলাদেশ জিন্দাবাদ বলারও দরকার নাই, নিজেদের স্বার্থেই, নিজেদের কষ্টার্জিত টাকা লুটপাট থেকে বাঁচতেই সোচ্চার হউন।

আর যদি লুটপাট হলেও আপনাদের কোনও কিছু না যায় আসে, তবে আর কি করবেন ? জয় বাংলা বলে আগে বাড়ুন এবং টোল দিন

বিষয়: বিবিধ

১২৩৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198088
২৬ মার্চ ২০১৪ সকাল ০৫:৫৯
তহুরা লিখেছেন :
৩০ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৮
150058
আরিফ চৌঃ লিখেছেন : ডাইনি
198102
২৬ মার্চ ২০১৪ সকাল ০৮:২১
হতভাগা লিখেছেন :


পড়েছি মোগলের হাতে

খানা খেতে হবে একসাথে


যে দিন এসেছে ভাই বাঘে ( ইউএস ) - মহিষে (ইইউ)ও এখন এক ঘাটে পানি খাচ্ছে !

সবচেয়ে ভাল হবে যদি আমরা তাদের সাথে তাল মিলিয়ে চলি ।

If you can't beat them , join them .

একটা বিষয় কি ক্লিয়ার করতে পারবেন ?

আমি যদি মিরপুর থেকে মতিঝিল যাই হোন্ডা করে তাহলে আমাকে কি রোকেয়া সরনী ( এটার মধ্যে শামীম সরনীও আছে), বিজয় সরনী , কাজী নজরুল ইসলাম এভিনিউ এগুলোতেও কি আলাদা আলাদাভেব টোল দিতে হবে ?
৩০ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৫
150056
আরিফ চৌঃ লিখেছেন : আলাদা আলাদাভেব টোল দিতে হবে
198112
২৬ মার্চ ২০১৪ সকাল ০৯:৩০
শেখের পোলা লিখেছেন : গাড়ি না চড়ে হেঁটে গেলেও টোল ধার্য করা হোক৷ এটাও তো জাতির বাপের স্বপ্ন ছিল৷
৩০ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৮
150057
আরিফ চৌঃ লিখেছেন : ঠিক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File