যুব লীগের চেয়ারে পুলিশ বসা মানা !!!!!!!!!

লিখেছেন লিখেছেন তহুরা ৩১ জানুয়ারি, ২০১৫, ০৪:০৭:২৪ রাত





বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ থাকাটাই স্বাভাবিক। কিন্তু পুলিশ যে চেয়ারগুলো নিয়ে তারা বসে আছে তাতে এভাবেই (গোল চিহ্নিত) লেখা রয়েছে যুবলীগ..!

তাহলে আওয়ামী পুলিশ আর যুবলীগের সম্পর্কটা কোথায় পৌছেছে তা কি আঁচ করতে পারছেন...?

জনগরণর ট্যাক্সের টাকায় বেতন নিয়ে এভাবে আর কত হাম্বালীগের দালালী করবে পুলিশ?

মোবাইল চোর

বিষয়: বিবিধ

১৯০৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302269
৩১ জানুয়ারি ২০১৫ রাত ০৪:২০
সাদাচোখে লিখেছেন : পুলিশের নির্মম অত্যাচার আর নির্যাতন, যে পৈচাশিকতা ও ব্লাটেন্ট স্টেইটমেন্ট পুলিশ অফিসারদের নামে টিভি ও পত্রিকাগুলোতে স্থান পায় - ইদানিং আমার প্রায়ই মনে হয় - মাথা মোটা গ্রামের খেটে খাওয়া অর্ডিনারী মানুষরা ক্ষুদ্ধ হয়ে প্রতিশোধ নেবার নামে - সৈনিক পুলিশ ভাইদের পরিবার পরিজনকে না নিশৃংসভাবে হত্যা করে, পুংগু করে দেয় আজীবনের জন্য।

আমরা যে গণতন্ত্রের মধ্যে আছি ঐ গণতন্ত্রের যে নিঃশৃংসতা, যে ক্রুদ্ধতা, যে বিষাক্ততা - পুলিশ ও র‍্যাবের মাধ্যমে জনমানুষের কাছে উপস্থাপিত হচ্ছে - অমন কিছু শুরু হওয়া মানে দেশ ধ্বংশ হওয়া। বিডিআর জওয়ান রা যেমন অফিসারদের কে শুট করেছিল তেমনি হয়তো আমরা দেখবো পুলিশের সোলজার রা অফিসারদের হত্যা করে নিজ পরিবার ও পরিজন হত্যার প্রতিশোধ নিতে নেমে গেছে।

আশা করি আমরা সেদিকে যাব না। আমরা ধৈর্য ধরবো, ধরতে চাইবো।
৩১ জানুয়ারি ২০১৫ রাত ০৪:২৫
244491
তহুরা লিখেছেন :
৩১ জানুয়ারি ২০১৫ রাত ০৪:২৭
244492
তহুরা লিখেছেন :
302271
৩১ জানুয়ারি ২০১৫ রাত ০৪:৫৪
শেখের পোলা লিখেছেন : এ দেশে যা কিছু আছে তা তো বাপের জমিদারী থেকে আসা৷ জনগনের নয়৷ চেয়ার তো কোন ছাই৷
৩১ জানুয়ারি ২০১৫ রাত ০৪:৫৮
244494
তহুরা লিখেছেন : আজ ৩১ জানুয়ারী, রাত ২টা ৪২ মিনিটে খুনী হাসিনার নির্দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্য করা হয়েছে।
খবরটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন
302273
৩১ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:৩১
কাহাফ লিখেছেন :
লীগেরা তো দেশটাকেই স্বীয় বাপ-দাদার তালুক বানিয়ে নিয়েছে!
হাম্বালীগ এর অংশ পুলিশও ঐ পর্যায়ের!!!
০১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:২৯
244579
তহুরা লিখেছেন :
302296
৩১ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পুরা দেশটাকেই তো তারা বাপের সম্পত্তি বলে মনে করে।
০১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:২৮
244578
তহুরা লিখেছেন :
302339
৩১ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:১৪
সুমাইয়া হাবীবা লিখেছেন : তা আর বলতে! আমাদের এলাকায় তো এরা মিছিল করেই পুলিশ সামনে পেছনে নিয়ে! আবার পুলিশের টহল ভ্যানগুলো ইদানীং দেখছি এদের অফিসের আশেপাশেই থাকে! চোরে চোরে মাসতুতো ভাই যাকে বলে! তবে এরা যে সিংহপুরুষ তা বোঝা গেল। একজন অপরজনের প্রোটেকশন ছাড়া সোজা হয়ে দাঁড়াতেই ভয় পাচ্ছে!!
০১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:২৬
244577
তহুরা লিখেছেন :
০২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:১৮
244689
সুমাইয়া হাবীবা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
310326
২১ মার্চ ২০১৫ রাত ১১:৪৪
361500
০৫ মার্চ ২০১৬ রাত ০৮:৫১
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগে আসার অনুরোধ থাকল
২২ মার্চ ২০১৬ রাত ০৪:০৫
301111
তহুরা লিখেছেন :
এক বছর পর ব্লগে আসলাম । তবু ও নিয়মিত থাকব কিনা জানি না । পেইজে সময় বেশি দিই ।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File