যুব লীগের চেয়ারে পুলিশ বসা মানা !!!!!!!!!
লিখেছেন লিখেছেন তহুরা ৩১ জানুয়ারি, ২০১৫, ০৪:০৭:২৪ রাত
বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ থাকাটাই স্বাভাবিক। কিন্তু পুলিশ যে চেয়ারগুলো নিয়ে তারা বসে আছে তাতে এভাবেই (গোল চিহ্নিত) লেখা রয়েছে যুবলীগ..!
তাহলে আওয়ামী পুলিশ আর যুবলীগের সম্পর্কটা কোথায় পৌছেছে তা কি আঁচ করতে পারছেন...?
জনগরণর ট্যাক্সের টাকায় বেতন নিয়ে এভাবে আর কত হাম্বালীগের দালালী করবে পুলিশ?
মোবাইল চোর
বিষয়: বিবিধ
১৯০৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা যে গণতন্ত্রের মধ্যে আছি ঐ গণতন্ত্রের যে নিঃশৃংসতা, যে ক্রুদ্ধতা, যে বিষাক্ততা - পুলিশ ও র্যাবের মাধ্যমে জনমানুষের কাছে উপস্থাপিত হচ্ছে - অমন কিছু শুরু হওয়া মানে দেশ ধ্বংশ হওয়া। বিডিআর জওয়ান রা যেমন অফিসারদের কে শুট করেছিল তেমনি হয়তো আমরা দেখবো পুলিশের সোলজার রা অফিসারদের হত্যা করে নিজ পরিবার ও পরিজন হত্যার প্রতিশোধ নিতে নেমে গেছে।
আশা করি আমরা সেদিকে যাব না। আমরা ধৈর্য ধরবো, ধরতে চাইবো।
খবরটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন
লীগেরা তো দেশটাকেই স্বীয় বাপ-দাদার তালুক বানিয়ে নিয়েছে!
হাম্বালীগ এর অংশ পুলিশও ঐ পর্যায়ের!!!
এক বছর পর ব্লগে আসলাম । তবু ও নিয়মিত থাকব কিনা জানি না । পেইজে সময় বেশি দিই ।।
মন্তব্য করতে লগইন করুন