প্রসঙ্গ : জাতির উদ্দেশ্যে ভাষণ
লিখেছেন লিখেছেন তহুরা ০৬ জানুয়ারি, ২০১৫, ০৫:৫৩:৪৯ সকাল
প্রথাগত ভাবেই আমাদের দেশে যখন রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী অথবা অন্য কেউ যখন ঐ চেয়ার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকেন, তখন তার দুই পাশে দুইটি পতাকা ব্যবহার করা হয়। এর মধ্যে ভাষণ প্রদান কারীর ডান পাশে থাকে আমাদের জাতীয় পতাকা। আর বাম পাশে থাকে আমাদের জাতীয় প্রতীক সম্বলিত রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর পতাকা। এমনকি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীনও এই প্রতীক সম্বলিত পতাকা ব্যবহার করেছেন। ইতোপূর্বে আমাদের অবৈধ প্রধানমন্ত্রীও কিন্তু এই নিয়মের ব্যতিক্রম কখনও কিছু করেননি। কিন্তু আজ হঠাৎ করে কোটি দর্শকের সামনে প্রধানমন্ত্রীর পতাকা ছাড়াই তিনি উপস্থিত হলেন। আর জাতীয় পতাকা রাখলেন বাম পাশে..!
এর দ্বারা তিনি আসলে দেশবাসীকে কি মেসেজ দিতে চান? তিনি কি নৈতিক অবস্থান থেকেই এই পতাকা ব্যাবহারের দুঃসাহস দেখাননি? নাকি দম্ভভরে জাতিকে উপহাস করে এটাই বুঝাতে চাইলেন --- “হ্যা আমি অবৈধ, আর অবৈধ হিসেবেই ক্ষমতা আকড়ে থাকতে চাই। তোমরা পারলে ঠেকাও”
বিষয়: বিবিধ
১৮১৪ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ দূরদৃষ্টির জন্যে!
অবৈধ প্রধান মন্ত্রীর ভাষণ শুনার দূর্ভাগ্য হয় নি কাজে থাকার কারণেই! আপনি ছবি দেখিয়ে বৈধতা কে আরো প্রশ্নবিদ্ধই করলেন!
আবারো অনেক ধন্যবাদ!!!
ধন্যবাদ আপনাকে ।
Shameless and liar.
মন্তব্য করতে লগইন করুন