আমার নোবেল কোথায় ??????????????
লিখেছেন লিখেছেন তহুরা ১২ অক্টোবর, ২০১৪, ০৫:৫৯:২৭ সকাল
এবারের নোবেলে যৌথভাবে শান্তি পুরষ্কারপ্রাপ্ত ভারতের মধ্যপ্রদেশের কৈলাশ সত্যার্থী ও তালেবান এবং ধর্মীয় সংগঠণগুলোর বিরুদ্ধে লেখালেখি করা পাকিস্তানের ১৭ বছর বয়েসী মালালা ইউসুফজাই ।। তাদেরকে শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন,"এর দ্বারা এই উপমহাদেশের মানুষকে জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা মোকাবেলার মাধ্যমে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় আরো সাহসী করে তুলবে"।
বিষয়: বিবিধ
২০৩৩ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেমন আছেন আপনি?
কতদিন পরে পড়লো ব্লগে
আপনার চরণখানি!
একটি প্রশ্নের উত্তর পাইনি হয়ত কোনদিন পাব না......
মালালার ভাল কিছু একটা করার ইচ্ছা ছিল, আগ্রহ ছিল ফলে তিনি আক্রান্ত হয়েছেন। সেই কাজটি শেষ করলেই পুরষ্কার পাবার কথা ছিল, যেমনটি কৈলাশ সত্যার্থী করেছেন।
আমাদের প্রধানমন্ত্রী পুরা পাবর্ত্য চট্টগ্রাম পাহাড়ী আর বিদেশী বেনিয়াদের হাতে তুলে দেবার পরও নো-বেল পান নি।
সেই জন্য প্রশ্ন হল, মালালা তার প্রত্যাশিত কাজটা শেষ করবেন দূরের কথা, শুরুই তো করতে পারলেন না। তাহলে তিনি কিসের ভিত্তিতে সফল হলেন।
তাহলে কি নোবেল কমিটি কারো নিয়তের উপর ভিত্তি করেই পুরষ্কার দেওয়া শুরু করেছেন?
মন্তব্য করতে লগইন করুন