জয় বাংলা বলে -আওয়ামী লীগ পুরো বাংলাদেশটা খাবে !
লিখেছেন লিখেছেন তহুরা ১৭ মে, ২০১৪, ০৫:৩৫:১৫ সকাল
শায়েস্তা খাঁর আমলে এক টাকায় চল্লিশ মন চাউল আর হাসিনা সরকারের আমলে এমন একটা বাড়ি এক হাজার এক টাকায় পাওয়া যায় ! জয় বাংলা বলে -আওয়ামী লীগ পুরো বাংলাদেশটা খাবে !
বিষয়: বিবিধ
১৩২৬ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তার অসাধারণ মেধা দিয়ে উনি সে বাংলাদেশকে এগিয়ে নেবেন তার বিনিময়ে এই বাড়ি কিছুই না । উনার কি বাড়ির অভাব আছে ?
বঙ্গবন্ধু পরিবার যে বাংলাদেশকে সেবা করে যাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম তারই একটা সিলসিলা বঙ্গবন্ধু কনিষ্ঠা তনয়া রেহানার এই আগমন ।
১০০১ টাকা মূল্যের সামান্য এই বাড়ির বিনিময়ে বাংলাদেশ , বাংলাদেশের জনগন যে বিশাল লাভবান হতে যাচ্ছে এদের প্রজ্ঞাকে কাজে লাগিয়ে - তার ঋণ কি কষ্মিনকালেও বাংলাদেশের মানুষ শোধ করতে পারবে ?
প্রশ্ন এটা হবে না ?
বরং প্রশ্ন হবে -
এই বাড়িটি পেতে এত্তগুলো (1001) টাকা দেয়া লাগল কেন.?
আমি কই এই লাইগাইকি আব্বাজানে যুদ্ধ কইরা দেশ স্বাধীন করসিলো? (মিয়া হাইসেন না, বাংলাদেশী পুলাপান গুলাতো দল বাইন্ধা পাকিস্তানীগো লগে যুদ্ধ কইচ্ছে, মাগার আব্বাজানে একাই পাকিস্তানে হান্দায়া বেবাগতের লগে যুদ্ধ কইচ্ছে.....আবার কইলাম হাইসেন না।)হায় রে বাংলাদেশ, এই বার মুক্তিযুদ্ধের চেতনাই গুম হইয়া গেসে......
অকৃতজ্ঞ জাতি!
মন্তব্য করতে লগইন করুন