★★ একটি দেশপ্রেমিক রাজনৈতিক দলের কর্মকান্ড !!!
লিখেছেন লিখেছেন তহুরা ২৬ এপ্রিল, ২০১৪, ০৬:০০:৫২ সন্ধ্যা
"সৌদি আরবে নদী নেই, সেখানে জীব বৈচিত্রের ওপর কোনো বিরুপ প্রভাব পড়ে না। আমাদের এ অঞ্চলে নদী না থাকলে পুরো এলাকা জুড়ে চাষাবাদ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে। তাছাড়াও বন্যা ও নদী ভাঙনের মত প্রাকৃতিক দুর্যোগ থেকেও এ অঞ্চলের মানুষ রক্ষা পাবে।"
তিস্তার পানি চাই না, পানি চুক্তির দরকার নাই- এমন দাবি তুলে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ। মানববন্ধন শেষে তিস্তা পূর্ব তীর রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সারওয়ার হায়াত খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, এবার তিস্তার পানি না আসায় লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার ২৬টি ইউনিয়নের ১ লাখ ২০ হাজার হেক্টর জমিতে ভুট্টাসহ বিভিন্ন চাষাবাদ হয়েছে। এছাড়া ৬০ হাজার পরিবার তাদের বসত বাড়ি ফিরে পেয়েছে। যে কারণে তিস্তার পানি না আসাটাই উত্তম।
কি বুঝলেন ?? ইহার নাম আওয়ামী লীগ.
বিষয়: বিবিধ
১৪১৮ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তিস্তায় পানির দাবিতে যখন আন্দোলন চলছে, ঠিক তখন মানববন্ধন ও সাংবাদ সম্মেলন করে ‘তিস্তায় পানি চাই না, পানি চুক্তির দরকার নাই’ এমন দাবি তুলেছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের নেতারা। গতকাল শুক্রবার সকালে ওই উপজেলার পারুলিয়ার চরে মানববন্ধন শেষে এক সাংবাদিক সম্মেলনে ‘তিস্তা পূর্ব তীর রক্ষা কমিটি’র ব্যানারে এ দাবি তোলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সারওয়ার হায়াত খাঁন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, এবার তিস্তার পানি না আসায় লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার ২৬টি ইউনিয়নের ১ লাখ ২০ হাজার হেক্টর জমিতে ভুট্টাসহ বিভিন্ন চাষাবাদ হয়েছে। এছাড়া ৬০ হাজার পরিবার তাদের বসতবাড়ি ফিরে পেয়েছে। যে কারণে তিস্তার পানি না আসাই ভাল।
সাংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পদক নূর মোহাম্মদ, পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাদাত হোসেন, সম্পাদক আবদুল লতিফ, ডাউয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আসাদুজ্জামান লাভলু, যুবলীগ নেতা আমিনুর রহমান প্রমুখ।
এদিকে আওয়ামী লীগ নেতাদের এমন মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সিপিবি’র সভাপতি আবদুর রউফ জানান, হয়তো বা তারা কোনো মহলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।
দালালি আর করিসনা
পিঠের চামড়া থাকবে না।
মন্তব্য করতে লগইন করুন