সেই আলোচিত রেশমার স্বপ্নের বাড়ি ও কিছু কথা
লিখেছেন লিখেছেন তহুরা ২৩ এপ্রিল, ২০১৪, ০৪:৪৩:৪২ রাত
ইট ভাঙছেন জোবেদা খাতুন। তার স্বপ্ন, নিজের একটা ভালো বাড়ি গড়বেন। তাই, নিজের ঘর তৈরির ইট নিজেই ভাঙছেন। এতে এক দিকে অলস সময়টা কাজে লাগছে, অন্যদিকে স্বপ্নের বাড়ি তৈরির জন্য মজুরির খরচটাও অন্তত কিছুটা কমছে।
এই জোবেদা খাতুন আর অন্য কেউ নন, সময়ের আলোচিত সাভারের রানা প্লাজা ট্রাজেডির মৃত্যুঞ্জয়ী রেশমার মা। রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর উদ্ধারের পর এই রেশমা আলোচিত হয়েছেন বিশ্বজুড়ে ।।
বিষয়: বিবিধ
১৩৪১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কি ছিল না সেখানে !
সেখানের ব্যবস্থা এমন ছিল যে সে সেখানে অর্ধমাসেরও বেশী অবস্থান করেছিল ।
পারলো না উদ্ধারকর্মীদের চেঁচামেচিতে । না হলে ধ্বংস স্তুপের সেই লাক্সারীয়াস জায়গাতে সে মাসের পর মাস কাটিয়ে দিত ।
আমারো মনে হয়েছিল এটা একটা নাটক ছাড়া কিছু নয়। আমি ওই দিন লাইভ দেখার সময় দেখলাম সময় নিউজের ওমর ফারুক বলছেন “দর্শক রেশমা হাসছে আমারা দেখতে পাচ্ছি রেশমা হাসছেন” তখনেই মনে হয়েছিল এটা নাটক নাটক নাটক নাটক নাটক নাটক...।
তাই আসল সত্য কোন দিন বের হয়ে আসলে রেশমার অবস্থা হবে নিম্নরুপ...>
সবে মাত্র বকর নাটক শেষ হল । দর্শকরা খুব একটা অপেক্ষা করতে হবে না নতুন নাটক আরম্ভ হতে ।
বাংলাদেশের নাগরিক হবার মজাই আলাদা !
রেশমার ওয়েস্টিনের ৬০,০০০ টাকার সেই চাকরিটা কি এখনও আছে ?
জীবিত ও অক্ষত হয়েও সে যদি এত টাকার চাকরি পায় , অন্যেরা তাহলে বন্চিত থাকবে কেন ?
মন্তব্য করতে লগইন করুন