বিমানটি যদি বাংলাদেশের হতো ,তখন নেতারা কি বলতো ?
লিখেছেন লিখেছেন তহুরা ১৪ মার্চ, ২০১৪, ০৯:৫২:২৮ সকাল
মালয়েশিয়ার বিমানটি যদ মালয়েশিয়া থেকে না উড়ে
বাংলাদেশ থেকে উড়ে হারিয় যেত তাহলে কে কি বলত
তা একটু দেখা যাক।
# সাহারাখাতুন: ৪৮ ঘন্টার মাঝে বিমানটি হাজির করা হবে।
# মখাআলমগীর: জামাত শিবির বিমানের পাখা ধরে ঝাকুনি দেওয়ায়
বিমানটি দুর্ঘটনায় পডেছে।
# লতিফসিদ্দিকী: সন্ত্রাসীদের ঘরে ঘরে ঢুকে বিমান উদ্বার করা হবে ।
# ইনুঃ এটা ঐ জামাতের এজেন্ট খালেদার চক্রান্ত বলে মনে হচ্ছে।
# DMPকমিশনারঃ প্রাথমিক তদন্তে বিমান দুর্ঘটনার সাথে জামাত
শিবিরের সমপৃক্ততা পাওয়া গেছে ।
# ওবাইদুলকাদেরঃ আগামী মাসের মধ্যেই বিমানটির পাখা খুজে পাওয়া যাবে।
# বটতলারউকিল কামরুলঃ সংবিধানের আলোকেই বিমানটি খোঁজা হবে।
# আবুলমালঃএই একটা বিমান দুর্ঘটনা এটা কোন ব্যাপার না।
এরকম তো কিছুটা হবেই । এটা নিয়ে টেনশনের কি আছে রাবিশ, স্টুপিড।
# সুরনজিৎ: বিমানের প্রত্যেক সুন্দর বিড়ালকে সনাক্ত করা হবে।
# এরশাদঃবিমানটিকে খুঁজে না পেলে আমি সুইসাইড করবো ¡
# প্রধানমন্ত্রী হাসিনাঃ যুদ্ধাপরাধের বিচার বানচালের জন্য জামাত শিবির ঐ
বিমান দুর্ঘটনা ঘটিয়েছে ।এটা তাদের ষডযন্ত্রের একটা অংশ।
আমরা যারা আম পাবলিক আমরা তাদের গ্যারাকলে নিশপেসিত।...
বিষয়: বিবিধ
১১৭৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.jamaat-e-islami.org/en/
http://www.jamaat-e-islami.org/arabic/
মন্তব্য করতে লগইন করুন