প্রথম দফা ৯৭ উপজেলা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঃ

লিখেছেন লিখেছেন তহুরা ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৩০:১১ সকাল



প্রথম দফা ৯৭ উপজেলা নির্বাচনের ৯৬ টি উপজেলার ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এতে ৪৩ উপজেলায় বিএনপি, ৩৪ উপজেলায় আওয়ামী লীগ ও ১৩ উপজেলায় জামায়াত সমর্থিত প্রার্থী,জাতীয় পার্টি ১ ও ৫ টি উপজেলায় স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।এবার চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম বুধবার ৯৭টি উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোলযোগের কারণে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।

অর্থাৎ ১৯ দলীয় জোট - ৫৬ এবং মহাজোট - ৩৪ অবাক করার বিষয় ৯৭ আসনের মাঝে ৫৭ আসনে ছিল বিদ্রোহী পার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ১৯ দলের এবং পোশাকি গুন্ডা আওয়ামী গুন্ডা দ্বারা সরকারি দলের তান্ডব : ৯ উপজেলায় হরতাল কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ৯ উপজেলায় ভোট বর্জন ১৯ দলের ।

১৯ দলের এই জয় সকল শহীদদের উৎসর্গ করলাম ।

বিষয়: বিবিধ

১৬৮৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

179680
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৩৯
মনসুর আহামেদ লিখেছেন : জামাত ও শিবিরের বিজয়।
২০ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
132869
তহুরা লিখেছেন :
179681
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৪৪
শিকারিমন লিখেছেন : লাল কাড় তো জনগণ মেয়র ইলেকশনে ও দেখিয়েছিল। তাতে লাভের লাভ কি হলো।
যেভাবে হোক ক্ষমতা কিন্তু তাদের হাতে।
তাই মিষ্টি খেয়ে গ্যাস্ট্রিক এর জালা বাড়ানোর দরকার নাই।
২০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৭
132857
তহুরা লিখেছেন :
179691
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৫০
ইশতিয়াক আহমেদ লিখেছেন : অনেকদিন পর আপনার একটা পোস্ট দেখলাম। জয়ের মাধ্যমে সরকারকে বুঝা উচিৎ জনগণ কি চায়। ধন্যবাদ
২০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪২
132864
তহুরা লিখেছেন : আমার অন্যান্য পোষ্টে দাওয়াত রহিল ।
২০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৬
132868
তহুরা লিখেছেন : Clickআমার অন্যান্য পোষ্টে দাওয়াত রহিল this link
179721
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৩
সিটিজি৪বিডি লিখেছেন : ভালো লাগলো
২০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৪
132856
তহুরা লিখেছেন :
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০০
133404
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
179734
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৬
হতভাগা লিখেছেন : কোটি কোটি লাল কার্ড দেখান , কোনই লাভ নাই ।

প্লেয়ার পুরো ম্যাচই খেলবে ।
২০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৩
132855
তহুরা লিখেছেন :
২০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪০
132862
হতভাগা লিখেছেন :


ভালই মিল পাইলাম
181245
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২০
সজল আহমেদ লিখেছেন : আপা ভাল লিখছেন
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
134034
তহুরা লিখেছেন :
181395
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
সজল আহমেদ লিখেছেন : হাঃহাঃহাঃ ছবিটা দেখে হাসি পাইলো।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৫৬
134257
তহুরা লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File