জামায়াতে ইসলামী একমাত্র সঠিক ইসলামী দল, তা আল্লাহ তায়ালা মুসলিম বিশ্বকে জানিয়ে দিল ।

লিখেছেন লিখেছেন তহুরা ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৩৩:৪৮ সকাল



 

ঘটনার এক মাস ১০ দিন পর শনিবার দুপুরে কবর থেকে ময়নাতদন্তের জন্য তাদের লাশ উত্তোলন করা হয়। পীরগাছা থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন জানান, আদালতের নির্দেশে লাশ দুটি শনিবার দুপুরে কবর থেকে উত্তোলন করা হয়। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে আবারও দাফন করা হবে।

☛ তিনি জানান, লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই দাফন করায় কিভাবে মৃত্যু হয়েছিল বিষয়টি স্পষ্ট ছিল না সেকারণেই আদালত লাশ দুটির ময়নাতদন্তের নির্দেশ দেন। এদিকে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কবর থেকে লাশ উত্তোলনের সময় একজন ম্যাজিষ্ট্রেট হুমায়ুনের উপস্থিতে এএসপি সাকেল হুমায়ুন কবিরের নেতৃত্বে বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয় ওই দুই গ্রামে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পরে।

☛ তবে লাশ উত্তোলনকালে এলাকার কোন লোকজন বাধা দেয়নি। বরঞ্চ তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। ময়নাতদন্তের নামে যেন প্রকৃত অপরাধীরা পার না পায় সেটিও নিশ্চিত করার দাবি তুলেছেন তারা।

☛ রংপুর জেলা জামায়াতের আমীর এটিএম আজম খান জানান, এটি পরিকল্পিত হত্যাকান্ড। কিন্তু একমাস ১০ দিন পরেও এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ব্যাপারে কোন ব্যবস্থা নেয় নি সরকার। বরঞ্চ নিহতের পরিবারকেই হয়রানি করা হচ্ছে।

☛ এই হত্যাকাণ্ডের সময় পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীরা কি ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল সে বিষয়টি বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন তিনি। পাশাপাশি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তিরও দাবি জানান তিনি।

☛ প্রসঙ্গত, রংপুরের পীরগাছার পারুল ইউনিয়নের দেউতি হাইস্কুল মাঠে ৫ই জানুয়ারির রাতে বিুব্ধ জনতা ব্যালট পুড়িয়ে দিলে পুলিশের গুলিতে ঘটনাস্থলে নিহত হন জামায়াতের ওয়ার্ড নেতা নেতা মিরাজুল ইসলাম (৪২) ও ইসলামী ছাত্রশিবিরের উপশাখা সভাপতি হাদিউজ্জামান হাদি (১৬)।

এই দুটি হত্যাকান্ডের ঘটনায় পুলিশ এবং পরিবারের পক্ষ থেকে দুটি পৃথক মামলা দায়ের করা হয়।

বিষয়: বিবিধ

৩০৩২ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177646
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৩৮
নিস্পাপ লিখেছেন : সুবহানাল্লাহ। আল্লাহ জামাত , শিবির কে তার দীনের জন্য কবুল করুন।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৪৭
130806
তহুরা লিখেছেন : জামায়াতকে যারা গালি দে তাদের অবস্হা দেখুন
177651
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৪৪
শেখের পোলা লিখেছেন : সুবহানাল্লাহ! যাদের অন্তরের চোখ অন্ধ হয়েগেছে তারা পশুচোখে এগুলো দেখতে পায়না৷ ধন্যবাদ আপা৷
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৫৭
130809
তহুরা লিখেছেন : জামায়াতকে যারা গালি দে তারা পথ ভ্রষ্ট জাহান্নামী
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:০৬
130811
তহুরা লিখেছেন :
177676
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৩
নূর আল আমিন লিখেছেন : আলহামদুলিল্লাহ
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
131029
তহুরা লিখেছেন : ছুম্মা আলহামদুলিল্লাহ
177693
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৮
আবু আশফাক লিখেছেন : আল্লাহ ইসলামী আন্দোলনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের কবুল করুন।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১২
131028
তহুরা লিখেছেন : আমিন
177695
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৪
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : যারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ)কে মৃত বা মরে মাটির সাথে মিশে গিয়েছেন বলে মিথ্যাচার করছেন অন্তত তাদের জন্য এই দলিল
সামান্য একজন কর্মীর লাশ যদি না গলে যায় তাহলে যারা নিজের জীবন খানি সারা জীবন আল্লাহ ও রাসুলের জন্য সর্বক্ষনিক ব্যয় করে দীন ইসলামের পতাকাকে উচ্চ শিখরে নিয়ে গেছেন তাদের লাশ তো গলে যাওয়ার নয়
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১১
131027
তহুরা লিখেছেন : আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ)কে মৃত । এই কথা কে বলেছে ? কবরে হিন্দুরা ও জীবিত না হলে ছওয়াল জওয়াব করে আযাব দিবে কেমনে ? ।।
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১৫
131356
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : যারা ওয়াহাবী,রাফেজি, খারেজি সম্প্রাদায়ের লোকগন তাদের ভিবিন্ন কিতাবে বা লেকচারে এই ধরনের মতবাদ প্রচার করে থাকে,
177699
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৮
সজল আহমেদ লিখেছেন : হু
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
131030
তহুরা লিখেছেন : হুর
177743
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৭
আহমদ মুসা লিখেছেন : আপনতো সব ক্ষেত্রে ছবি সচিত্র ছবির স্বার্থক ব্যবহার করেন। কিন্তু এই ঘটনায় মরহুম ব্যক্তিদ্বয়ের ময়্যাতের ছবি সাপ্লাই দিতে পারলে খুবই ভাল লাগতো।
আমরা সবাই দোয়া করি সেসব শহীদানদের যারা অন্যায়, জুলুম ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিজের জীবন কোরবানী দিয়েছেন। মহান আল্লাহ যেন এসব শহীদানদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে নেয়।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
131023
তহুরা লিখেছেন : ছবি দিয়ে ছিলাম, কিন্তু মরহুম ব্যক্তিদ্বয়ের ময়্যাতের ছবি হওয়ায় অনকের আপত্তি করায় মুছে দিয়েছি ।
177829
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩০
আবু সাইফ লিখেছেন : তহুরা আপু, আপনার পোস্টে/খবরে সন্দেহ পোষণ করিনা; কিন্তু আজকের এ খবরটি আমাকে সন্দেহে ফেলেছে

(আপনার পোস্টার বর্ণানতেও সেটাই কপি-পেস্ট করা)
দৈনিক সংগ্রামের মূল খবরে লাশ অবিকৃত থাকার কথা বলা হয়নি, তাই খবরের সত্যতা নিশ্চিত হতে পারছিনা!

দয়া করে সূত্র দিন-



১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৮
131015
তহুরা লিখেছেন : সরকার দৈনিক সংগ্রামকে এমন খবর প্রকাশ করতে নিষেধ করেছে ,যাতে জামায়াতের প্রতি সাধারণ মানুষের করুণা বাড়ে ।
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৩
131249
আবু সাইফ লিখেছেন : বুঝলাম (আগে থেকেই জানা আছে)

তবু নিশ্চিত হতে চেয়েছি..

জাযাকিল্লাহ...
177929
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশের মজলুম শিবির কে হেফাজত করুন ,,আমীন
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০২
132511
তহুরা লিখেছেন : ছুম্মা আমীন
১০
177973
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
ইশরাত জাহান রুবাইয়া লিখেছেন : শিরোনামের "একমাত্র" শব্দটির সাথে খানিকটা দ্বিমত পোষণ করছি। বিশ্বের যে কোন প্রান্তে, যে কোন মুসলিম আল্লাহর দ্বীনের জন্য শহীদ হলে তিনি জীবিত বলে প্রতীয়মান হবেন। আক্বিদা আর নিয়্যাত সঠিক থাকলেই হলো,তিনি যে কোন ইসলামি দলেরই হননা কেন।Happy

মূল্যবান খবরটি শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আপু। Good Luck
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৬
132508
তহুরা লিখেছেন :
১১
177992
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৬
তাবাসসুম তাহরিমা লিখেছেন : ভালো লেগেছে।
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৮
132509
তহুরা লিখেছেন :
১২
178939
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৬
প্রবাসী মজুমদার লিখেছেন : পোষ্টটি পড়ে ভাল লাগল। ধন্যবাদ।
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৫
132506
তহুরা লিখেছেন : অনেক ধন্যবাদ
১৩
180695
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৪
আবু নাইম লিখেছেন : আল্লাহ ইসলামী আন্দোলনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের কবুল করুন।

২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৯
133599
তহুরা লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File