জামায়াতে ইসলামী একমাত্র সঠিক ইসলামী দল, তা আল্লাহ তায়ালা মুসলিম বিশ্বকে জানিয়ে দিল ।
লিখেছেন লিখেছেন তহুরা ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৩৩:৪৮ সকাল
ঘটনার এক মাস ১০ দিন পর শনিবার দুপুরে কবর থেকে ময়নাতদন্তের জন্য তাদের লাশ উত্তোলন করা হয়। পীরগাছা থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন জানান, আদালতের নির্দেশে লাশ দুটি শনিবার দুপুরে কবর থেকে উত্তোলন করা হয়। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে আবারও দাফন করা হবে।
☛ তিনি জানান, লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই দাফন করায় কিভাবে মৃত্যু হয়েছিল বিষয়টি স্পষ্ট ছিল না সেকারণেই আদালত লাশ দুটির ময়নাতদন্তের নির্দেশ দেন। এদিকে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কবর থেকে লাশ উত্তোলনের সময় একজন ম্যাজিষ্ট্রেট হুমায়ুনের উপস্থিতে এএসপি সাকেল হুমায়ুন কবিরের নেতৃত্বে বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয় ওই দুই গ্রামে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পরে।
☛ তবে লাশ উত্তোলনকালে এলাকার কোন লোকজন বাধা দেয়নি। বরঞ্চ তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। ময়নাতদন্তের নামে যেন প্রকৃত অপরাধীরা পার না পায় সেটিও নিশ্চিত করার দাবি তুলেছেন তারা।
☛ রংপুর জেলা জামায়াতের আমীর এটিএম আজম খান জানান, এটি পরিকল্পিত হত্যাকান্ড। কিন্তু একমাস ১০ দিন পরেও এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ব্যাপারে কোন ব্যবস্থা নেয় নি সরকার। বরঞ্চ নিহতের পরিবারকেই হয়রানি করা হচ্ছে।
☛ এই হত্যাকাণ্ডের সময় পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীরা কি ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল সে বিষয়টি বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন তিনি। পাশাপাশি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তিরও দাবি জানান তিনি।
☛ প্রসঙ্গত, রংপুরের পীরগাছার পারুল ইউনিয়নের দেউতি হাইস্কুল মাঠে ৫ই জানুয়ারির রাতে বিুব্ধ জনতা ব্যালট পুড়িয়ে দিলে পুলিশের গুলিতে ঘটনাস্থলে নিহত হন জামায়াতের ওয়ার্ড নেতা নেতা মিরাজুল ইসলাম (৪২) ও ইসলামী ছাত্রশিবিরের উপশাখা সভাপতি হাদিউজ্জামান হাদি (১৬)।
এই দুটি হত্যাকান্ডের ঘটনায় পুলিশ এবং পরিবারের পক্ষ থেকে দুটি পৃথক মামলা দায়ের করা হয়।
বিষয়: বিবিধ
৩০৩২ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সামান্য একজন কর্মীর লাশ যদি না গলে যায় তাহলে যারা নিজের জীবন খানি সারা জীবন আল্লাহ ও রাসুলের জন্য সর্বক্ষনিক ব্যয় করে দীন ইসলামের পতাকাকে উচ্চ শিখরে নিয়ে গেছেন তাদের লাশ তো গলে যাওয়ার নয়
আমরা সবাই দোয়া করি সেসব শহীদানদের যারা অন্যায়, জুলুম ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিজের জীবন কোরবানী দিয়েছেন। মহান আল্লাহ যেন এসব শহীদানদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে নেয়।
(আপনার পোস্টার বর্ণানতেও সেটাই কপি-পেস্ট করা)
দৈনিক সংগ্রামের মূল খবরে লাশ অবিকৃত থাকার কথা বলা হয়নি, তাই খবরের সত্যতা নিশ্চিত হতে পারছিনা!
দয়া করে সূত্র দিন-
তবু নিশ্চিত হতে চেয়েছি..
জাযাকিল্লাহ...
মূল্যবান খবরটি শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আপু।
মন্তব্য করতে লগইন করুন