বাংলাদেশের পুলিশ বাহিনীতে ভারতীয় লোক আছে।
লিখেছেন লিখেছেন তহুরা ০৩ জানুয়ারি, ২০১৪, ০৪:১৩:৪৫ রাত
গত ২৯ তারিখে এমন কয়েকজন সুপ্রীম কোর্ট ও প্রেসক্লাব হামলার সময় উপস্থিত ছিল। একজন সাংবাদিক ঘটনাস্থলে এক পুলিশ অফিসারকে প্রশ্ন করেছিল, “আপনারা দেখছেন না কি হচ্ছে? ওদের থামান।” ঐ অফিসারটি নিরুত্তর থাকেন। এদে সাংবাদিকটি প্রশ্ন ছুড়ে দেন, আপনারা কি এদেশের পুলিশ, নাকি ভিন দেশী?” তার জবাবে পুলিশ অফিসারটি যা বলেন, সেটা বাংলায় তর্জমা করতে আরেকজন দেশী পুলিশকে এগিয়ে আসতে হয়।
প্রসঙ্গত, জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় অফিস রেইড দেয়ার সময় এরকম বিদেশী চেহারার লোক ডিবি ড্রেসে সাথে যায়। সিলেটে বিভিন্ন বাসা বাড়িতে অভিযান চালিয়ে জামায়াতের নেতাদের খোঁজাখুজি কালে হিন্দিতে কথা বলতে শোনা গেছে। এ নিয়ে ফার্স্ট হ্যান্ড রিপোর্ট আছে।
বিষয়: বিবিধ
২১৫২ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7218
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
আর আকাডার উপরই বেশী ভরসা পায় হাসিনা।
মন্তব্য করতে লগইন করুন