ধিক্কার জানাবার ভাষা নেই

লিখেছেন লিখেছেন তহুরা ৩১ ডিসেম্বর, ২০১৩, ১০:৪২:০৬ রাত



আমেরিকার নিউইয়র্ক

শহরে একটি মদের দোকান

খোলা হচ্ছে, যার নাম

দেয়া হয়েছে অপ্যল মক্কা (Apple

Mecca) আর সবচেয়ে আশ্চর্য ও

অনুশোচনার বিষয় হচ্ছে, ওই মদের

দোকানে বাহ্যিক রূপটিও

দেয়া হয়েছে অনেকটা ধর্মপ্রাণ

মুসলমানদের প্রাণপ্রিয়

কাবা ঘরের আদলে। আর

সেখানে লেখা হয়েছে APPLE VS

KABBA (নাউজুবিল্লাহ)।

আমেরিকার সকল ধর্মপ্রাণ মুসলিম

নাগরিক এই বিষয়ে তীব্র প্রতিবাদ

জানাচ্ছে।

বেশ কিছু ইংরেজী ব্লগে এই

নিয়েচলছে তুমুল ঝড়।

আমরা এর তীব্র

প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

বিষয়: বিবিধ

২২৩৬ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

157806
৩১ ডিসেম্বর ২০১৩ রাত ১০:৪৬
ভিশু লিখেছেন : এগুলো কি একধরণের ধর্মীয় উন্মাদনা নয়? তথাকথিত আধুনিক উদারপন্থী মানবতাবাদীদের মুখে এখন কুলুপ আঁটা কেন?
০২ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:৪০
112877
তহুরা লিখেছেন :
157817
৩১ ডিসেম্বর ২০১৩ রাত ১১:০১
আবরণ লিখেছেন : মুসলমানরা যদি এটা নিয়ে প্রতিবাদের ঝড় তোলে তাহলে বলা হবে মুসলমানরা জঙ্গী, সন্ত্রাসী। আর বাংলাদেশে এটা নিয়ে কথা বললেই সে হয়ে যাবে রাজাকার,মৌলবাদী ইত্যাদি। এই অবস্থা থেকে পরিত্রান পেতে হলে বিশ্বের সমস্ত মুসলিমকে ঐক্য বদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে।
০২ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:৪১
112878
তহুরা লিখেছেন :
157836
০১ জানুয়ারি ২০১৪ রাত ১২:০০
পলাশ৭৫ লিখেছেন : আজাইরা
০১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৭
112648
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : কে আপনি?
০২ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:৫১
112885
তহুরা লিখেছেন :
157841
০১ জানুয়ারি ২০১৪ রাত ১২:২২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : মুসলিমরা যতদিন না পরিপূর্ণভাবে তন্ত্র-মন্ত্র বাদ দিয়ে জিহাদের দিক যাবে ততদিন এসব হতেই থাকবে।
০১ জানুয়ারি ২০১৪ সকাল ১০:২০
112640
বুড়া মিয়া লিখেছেন : হুম
০২ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:৪৩
112879
তহুরা লিখেছেন :
157869
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৪:২৭
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : এটি ম্যানহাটনের ৫৭ ষ্ট্রীট এবং ৫ম এভিনিউ এর কর্ণারে আ্যাপল ষ্টোর। মদের দোকান নয়। এখানে আ্যাপলের পণ্য বিক্রী হয়। আর এটা নতুন কিছু নয়। ঠিক মনে নাই কবে ষ্টোরটা চালু হয়েছে। অন্তত: বছরট পাঁচেক তো হবেই!

তবে কাবা শরীফের আদলে করাটা ঘৃণ্যই বটে।
আবার এটা হতে পারে "আ্যাপল কাবা" বলতে ওরা বলতে চেয়েছে এটা আ্যাপলের সবচাইতে গুরুত্বপূর্ণ ষ্টোর।
০২ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:৪৯
112883
তহুরা লিখেছেন :
157881
০১ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:১৫
০২ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:৫২
112886
তহুরা লিখেছেন :
157906
০১ জানুয়ারি ২০১৪ সকাল ১০:২১
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
০২ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:৫০
112884
তহুরা লিখেছেন :
158067
০১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
সিকদারর লিখেছেন : পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : এটি ম্যানহাটনের ৫৭ ষ্ট্রীট এবং ৫ম এভিনিউ এর কর্ণারে আ্যাপল ষ্টোর। মদের দোকান নয়। এখানে আ্যাপলের পণ্য বিক্রী হয়। আর এটা নতুন কিছু নয়। ঠিক মনে নাই কবে ষ্টোরটা চালু হয়েছে। অন্তত: বছরট পাঁচেক তো হবেই!

তবে কাবা শরীফের আদলে করাটা ঘৃণ্যই বটে।
আবার এটা হতে পারে "আ্যাপল কাবা" বলতে ওরা বলতে চেয়েছে এটা আ্যাপলের সবচাইতে গুরুত্বপূর্ণ ষ্টোর।

Rolling on the Floor Rolling on the Floor =)এই রাম ভুল কেমনে করলেন।
০২ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:৪৮
112882
তহুরা লিখেছেন :
158198
০২ জানুয়ারি ২০১৪ রাত ০১:৪৭
ধ্রুব নীল লিখেছেন : ভিশু লিখেছেন : এগুলো কি একধরণের ধর্মীয় উন্মাদনা নয়? তথাকথিত আধুনিক উদারপন্থী মানবতাবাদীদের মুখে এখন কুলুপ আঁটা কেন?
০২ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:৪৭
112881
তহুরা লিখেছেন :
১০
158217
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০০
প্যারিস থেকে আমি লিখেছেন : কুকুরের কাজ কুকুর করছে কামড় দিচ্ছে পায়।
০২ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:৩৯
112876
তহুরা লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File