জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে উঠছে বাংলাদেশ পরিস্থিতি !

লিখেছেন লিখেছেন তহুরা ৩১ ডিসেম্বর, ২০১৩, ০২:১৭:৩৮ রাত



জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত তারানকোর প্রস্তাব অনুযায়ী প্রধানমন্ত্রিত্ব থেকে শেখ হাসিনা সরে না দাঁড়ালে ও দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হলে, জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করবে এবং নতুন বছরের শুরুতেই সিকিউরিটি কাউন্সিলের সভায় বিষয়টি এজেন্ডা হিসেবে আসছে বলে জানা গেছে। শীর্ষ নিউজকে বিষয়টি জানালেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ উপদেষ্টা ও বৈদেশিক দূত ডা. মুজিবর রহমান মজুমদার এবং জাহিদ এফ. সরদার সাদী। গত মাসের ২০ তারিখে এবং এ মাসের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্র কংগ্রেসের উভয়কক্ষে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনার পর জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সবিশেষ গুরুত্ব পাচ্ছে বলে জানান তারা। সম্প্রতি জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি’র বিক্ষোভ সমাবেশে ও এর আগে বিভিন্ন স্থানে প্রবাসীদের সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার বিষয়টি আন্তর্জাতিক মহলে নানাভাবে আলোচিত-সমালোচিত হচ্ছে। বাংলাদেশে যৌথবাহিনীর অভিযান ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়ি-ঘর বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা ও জুলুম নির্যাতন করে জেলে প্রেরণ ও জনগণের মতের তোয়াক্কা না করে একদলীয় নির্বাচনের মাধ্যমে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে আন্তর্জাতিক মহলকে অবহিত করা হয় প্রবাসী নেতাদের পক্ষ থেকে। এছাড়াও গণমাধ্যমে বাংলাদেশের সহিংসতার খবর দেখে বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ নিতে জাতিসংঘকে বিভিন্ন মহল থেকে পরামর্শ দেওয়া হচ্ছে বলেও সূত্রটি জানায়। সরকার সমর্থক ও বিরোধী দলের সমর্থকদের মধ্যে চলমান সহিংসতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুমিকা নিয়ে দেশ ও দেশের বাহিরে সমালোচনা হচ্ছে। এসব কারণে বাংলাদেশের বিষয়ে জাতিসংঘ হস্তক্ষেপ করতে পারে বলে মনে করা হচ্ছে।উৎসঃ শীর্ষ নিউজ

বিষয়: বিবিধ

১০৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File