একটি কবিতা দিচ্ছি। 'মার্চ ফর ডেমোক্রেসি' নিয়ে লিখা এটি।
লিখেছেন লিখেছেন তহুরা ২৮ ডিসেম্বর, ২০১৩, ০২:৪৮:৩৯ রাত
স্বৈরাচারের শৃঙ্খল ভাঙ্গি
আমরা মুক্তি দাত্রী,
আলোর মশাল হাতে নিয়ে চলি
আলোকিত অভিযাত্রী।
মুক্ত ভোরের আলোক ফোটাতে
আমাদের অভিযান,
কাঁধে কাঁধ রেখে জোয়ারের বেগে
হতে হবে আগুয়ান।
চার দশকের নীরবতা ভেঙ্গে
জেগে ওঠো জনগণ,
একাত্তরের মন্ত্রে করো হে
মুক্ত হবার পণ।
প্রতিবাদী হও, বিদ্রোহী হও
আর নয় দুখ-ক্রন্দন,
মৃত জনপদে জেগেছে আবার
অজুত প্রানের স্পন্দন।
লাল-সবুজের পতাকা উঁচিয়ে
ছুটে এসো হে জনতা,
নতুন আলোর প্রভাত আনবে
আমাদেরই একতা।
আকাশ বাতাস কম্পিত হবে
লক্ষ জনের গর্জনে,
সব পথ যেন একাকার হয়ে
মিলবে নয়া পল্টনে।
বীর জনতার হৃদয় তন্ত্রে
স্বাধীন হবার মন্ত্র,
মুক্ত করবো শেকল পরানো
লুণ্ঠিত গণতন্ত্র।
বিষয়: বিবিধ
১৫৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন