খালেদা জিয়াকে ভারতের লোভনীয় প্রস্তাব: প্রত্যাখান করলেন
লিখেছেন লিখেছেন তহুরা ২১ ডিসেম্বর, ২০১৩, ০১:২৫:১৩ দুপুর
খালেদা জিয়া খালেদা জিয়াকে ভারতের লোভনীয় প্রস্তাব: প্রত্যাখান করলেন খালেদা জিয়া ভারত সরকার খালেদা জিয়াকে গতকাল মঙ্গল বার একটি প্রস্তাব দিয়েছে, ভারতীয় সাংবাদিকের একটি প্রতিনিধি দল খালেদা জিয়া এবং বিএনপির সাথে দেখা করেছে। প্রতিনিধি দলের সদস্য ছিলেন. ১. শুভজিত রায় (ইন্ডিয়ান এক্সপ্রেস) ২. জয়ন্ত জেকব (হিন্দুস্তান টাইমস) ৩. ইন্দ্রানী দত্ত (দ্যা হিন্দু) ৪. গৌতম লাহিড়ি ( সংবাদ প্রতিদিন) ৫. দেবিরুপা মিত্রা (নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস) ৬. রায়দেন দিসৌজা (দুরদর্শন) ৭. দীপাঞ্জন রায় চৌধুরী (ইকনমিক টাইমস) ৮. অগ্নি রায় (আনন্দ বাজার পত্রিকা) এছাড়া ‘র' এর ডেপুটি চিপ এবং ইন্ডিয়ান সরকারের ডেপুটি সেক্রেটারিও খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছে। বিএনপির কাছে তাদের প্রস্তাব ছিল নিম্নরূপ।..... ১. দশম জাতীয় নির্বাচন মেনে নিন। ২. এই নির্বাচন পরবর্তী ৬ মাসের মধ্যে ভারত একাদশ জাতীয় নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে। ৩. একাদশ জাতীয় নির্বাচনে ভারত বিএনপিকে পৃষ্ঠপোষকতা করবে (এখন যেমন আওয়ামীলীগকে করছে)। ৪. বর্তমান জামাত নেতাদের (ট্রাইবুনালের মাধ্যমে ফাঁসি দিয়ে) হত্যা করা হবে এবং পরবর্তী নতুন নেতারা ভারতের পৃষ্ঠপোষকতা বা আজ্ঞাবহ হয়ে থাকবে। ৫. বর্তমান সরকারের সাথে দ্বিপাক্ষিক যত চুক্তি আছে সব সম্পন্ন করবে। কিন্তু খালেদা জিয়া একটি প্রস্তাবেও রাজি হননি। এই প্রতিনিধি দল অব: জেনারেল এরশাদের সাথেও সাক্ষাৎ করেছে, তাঁকেও কিছু প্রস্তাব দেয়া হয় তবে সম্পুর্ন্ন ভিন্ন। ১.নির্বাচন হবে ৬ মাসের ভিতর, তবে দুই লেডিকে মাইনাস করে এরশাদকে প্রাইমমিনিস্টার বানানো হবে. ২. এর মধ্যে জামাতকে উপড়িয়ে ফেলা হবে. ৩. এবং বিএনপি হয়ে যাবে মেরুদন্ডহীন একটি দলে আর বিএনপির অনকে নেতা- কর্মী এরশাদের সাথে যোগ দিবে। ৪. এরশাদের উচিত হবে দেশ ত্যাগ করা এবং চুপচাপ দশম জাতীয় নির্বাচন মেনে নেয়া।
বিষয়: বিবিধ
২১২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন