শাহবাগী পার্টি আর বাংলা নিউজের বুজরুকি দেখুন। নিউজের হেডলাইন হলো 'এই মঞ্চ রাজনৈতিক নয়'।

লিখেছেন লিখেছেন তহুরা ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৩৬:২৬ সন্ধ্যা



ছবিতে দেখা যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ নামক একটি অরাজনৈতিক দলের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলকে বাঁ পাশে নিয়ে একই অরাজনৈতিক সংগঠনের রংপুর মেডিকেল কলেজের সাবেক সভাপতি ইমরান এইচ সরকার দাঁড়িয়ে। তাঁর ডানে আছেন আর এক অরাজনৈতিক ভাইস চ্যান্সেলর আনোয়ার হোসেন। নিচে দেখা যাচ্ছে আর একটি অরাজনৈতিক পার্টির মাননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, পাশে আছেন খাঁটি অরাজনৈতিক ব্যক্তিত্ব, পেশায় র এর পেইড এজেন্ট শাহরিয়ার কবীর। নূর সাহেবের বাঁয়ে ওটা আবুল বারাকাত কি না, আমি কনফিউজড। তবে তিনি যে সম্পূর্ণ অরাজনৈতিক এ ব্যাপারে আমার কোন কনফিউশন নেই। কয়েকদিন আগে ছাত্র ইউনিয়ন নামক আর এক অরাজনৈতিক পার্টির কেন্দ্রীয় নেত্রী লাকি আক্তার তোফায়েল আহমেদকে বক্তৃতা দিতে দেয়নি এই যুক্তিতে যে এটি একটি অরাজনৈতিক মঞ্চ। পরে অবশ্য এই ধৃষ্টতার জন্য ছাত্রলীগের অরাজনৈতিক কর্মীরা তাকে কিছু আদর আপ্যায়ন করে দিয়েছিলেন। এমন তেলেসমাতি অরাজনৈতিক কারবার পৃথিবীর আর কি কোথাও ঘটেছে?

বিষয়: বিবিধ

২১৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File