দেশ ও সংবিধান রক্ষার শপথ । কোনো স্বৈরাচার বা ফ্যাসিষ্ট সরকার রক্ষায় নয়।

লিখেছেন লিখেছেন তহুরা ১৭ এপ্রিল, ২০১৩, ০৬:৩০:২৮ সকাল



সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভায় তিন বাহিনীর প্রধানরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, “সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে তারা শপথ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।” অথচ সরকারের দেয়া প্রেস রিলিজে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর হুকুম মোতাবেক সেনাবাহিনী কাজ করবে! কত যে ভয় কাজ করছে!

কয়দিন আগে নজির বিহীনভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ছুটে গেছেন সেনাকুঞ্জে; অনুরোধ বলে এসেছেন, সরকার এবং সাংবিধানিক ধারাবাহিতা রক্ষায় কাজ করতে। অতীতের সব সরকারই চেষ্টা করেছে শেষ বেলায় সেনাবাহিনীকে ব্যবহার করে টিকে থাকতে। এরশাদ চেয়েছিল জেনারেল নুরুদ্দিন খানের সহায়তা। নুরুদ্দিন খান তার শপথের কথা স্মরন করে এরশাদকে “না” করে দিয়েছেন। অতঃপর ধপাস করে এরশাদ পতন।

সশস্ত্র বাহিনীর শপথে বাংলাদেশ রক্ষার কথা বলা আছে। তাদের কাছে বাংলাদেশ মানে হলো মূল দু’টি জিনিষ: ১) ৫৫,৫৯৮ বর্গমাইল ভূমি, আর ২) ১৬ কোটি মানুষ। এদের রক্ষায় তাদের শপথ; কোনো স্বৈরাচার বা ফ্যাসিষ্ট সরকার রক্ষায় নয়।

বিষয়: বিবিধ

২১৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File