[b]বাংলাদেশের আইল শৃংখলা বাহিনী সংযত হওয়া দরকার[/b]
লিখেছেন লিখেছেন মুিনর ১৭ এপ্রিল, ২০১৩, ০৬:০৭:১১ সন্ধ্যা
আজকে যদি ছাত্রলীগের উপর এ অত্যাচার নির্যাতন করা হত তাহলে প্রতিশোধ কি জিনিস পুলিশ দেখতে পেত। কিন্তু শিবির কোন মানব রচিত সংবিধান নিয়ে রাজনীতি করে না। শিবির রাজনীতি করে স্বয়ং আল্লাহর দেওয়া বিধান নিয়ে। শিবির নবী করিম (সঃ) এর আদর্শকে প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহর জমিনে। শিবির কখনো প্রতিশোধের রাজনীতি করে না। শিবির পীছনে যাওয়ার কোন পথ না পেলে সামনে প্রতিরোধ করে আগাইতে চায়। শিবির কখনো আক্রমন করে না। আক্রান্ত হলে প্রতিরোধ গড়ে তুলে।
নিজের মাতৃভূমিকে ভালবেসে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিরিব অনেক ধৈর্যের পরিচয়ে দিয়েছে। বর্তমান সরকার জামায়াত এবং শিবিরের জাতীয় নেতা থেকে শুরু ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত গ্রেফতার করে রিমান্ডে নিয়ে যেভাবে তাদের উপর জুলুম নির্যাতন করতেছে। আমার মনে পৃথিবীর ইতিহাসে এর দৃষ্টান্ত অনেক বিরল। এরপর ও জামায়াত শিবির যদি সামান্যটুকু প্রতিরোধ করে আমাদের অনেক জ্ঞানপাপী বুদ্ধিজীবিরা বলে থাকেন জামায়াত শিবির দেশে তান্ডব করতেছে।
জামায়াত শিবির যখন তাদের জীবন বাঁচাতে দুই চারটা ইট ফাটকেল ব্যাবহার করে, তখন আমাদের দেশের অধিকাংশ হলুদ মিডিয়া এটাকে বড় ধরনের তান্ডব বলে প্রচার করতে থাকে। অথচ ছাত্রলীগ যুবলীগ যখন বড় ধরণের অগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে নিরিহ লোকদেরকে হত্যা করে সেটা কোন তান্ডব হয় না।
বাংলাদেশের বিভিন্ন বাহিনীর প্রতি আমাদের প্রবাসীদে অনুরোধ থাকবে।
আমাদেরই কষ্টার্জিত টাকা থেকে আপনাদের বেতন ভাতা দেওয়া হচ্ছে। আপনারা হয়ত বুঝতে পারবেন না প্রবাসীরা নিজের মাতৃভূমিকে কত ভালবাসে। আপনারা আজকে এ ফ্যাসিবাদ জুলুমবাজ সরকারের হয়ে যেভাবে সাধারণ জনগণের উপর জুলুম নির্যাতন করতেছেন।যেভাবে নিরিহ মানুষকে পাখির মত গুলি করে হত্যা করতেছেন আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে মেনে নিতে কষ্ট হচ্ছে। তাই আপনারা একটু সংযতা অবলম্বন করুন।
আমি আশা করি আপনারা একটু সংযত হলে আমাদের সোনার বাংলাদেশে আবার স্থিতিশীলতা ফিরে আসবে। ধৈর্যের একটা সীমা থাকে সাধারণ জনগণ আপনাদের সাথে এখনো ধৈর্যের পরিচয় দিতেছে। সাধারণ জনগণের ধৈর্যের প্রতি একটু শ্রদ্ধা করুন। তাহলে দেশেরও মঙ্গল হবে আপনাদেরও মঙ্গল হবে।
বিষয়: বিবিধ
১৭০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন