মোর বেলা চালটা, তোর বেলা ধানটা ।।
লিখেছেন লিখেছেন বিদ্রোহী রণক্লান্ত ১৯ মে, ২০১৩, ১২:৫৪:৪৯ দুপুর
কোন স্কুল/কলেজে ইউনিফর্ম হিসেবে বোরখা বাধ্যতামুলক
করা হলে, বাম লীগাররা নাক সিটকায়। বলে "কে কোন ড্রেস
পড়বে সেটা ব্যাক্তি নির্ধারন করবে।
পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত নয়।"যদি কোন স্কুল/কলেজে বোরখা নিষিদ্ধ করা হয়,এই বাম লীগাররাই তখন খুশিতে গলাবাজি করে। বলে,"প্রত্যেক প্রতিষ্ঠানেরই নিজস্ব
রুলস আছে, ইউনিফর্ম আছে।সো প্রতিষ্ঠান কর্তৃপক্ষ
চাইলে বোরখা নিষিদ্ধ করতেই পারে!"
জাহানারা ইমাম যখন লীগের পা চাটে তখন সে হয়ে যায় "শহীদজননী", মুক্তিযুদ্ধ না করেওশাহরিয়ার কবির হয়ে যায়
"মুক্তিযুদ্ধা নেতা", আর কাদের সিদ্দিকী লীগের অপকর্মের
প্রতিবাদ করায়, হয়ে পড়ে নষ্ট মুক্তিযোদ্ধা।
ইসলাম ধর্মকে আক্রমন করে অশালীন ভাষায়
ব্লগে লেখালেখি করলে, সেটা হয় বাকস্বাধীনতা। আর " আমার দেশ"এসব ইসলামবিদ্বেষীদের চিনিয়ে দিলে সেটা হয়
দাঙ্গা বাধানোর চেষ্টা।
কদিন আগে শাহবাগে ফ্রি নেট চালিয়ে,ইসলামপন্থী ফেসবুকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছিল একটি দল।
এটা নাকি "শাহবাগে সাইবার যুদ্ধ"। তখন সুশীল
ফেসবুকাররা মুখে টিস্যু পেপার গুজে দিয়ে চুপ করেছিল। আজ যখন আস্তিকদের হালকা নড়াচড়ার কারনে শাহবাগী আইডিগুলো কেঁপে উঠছে তখন সুশীল ফেসবুকাররা চিৎকার
শুরু করেছেন, " ফেসবুক কোন গলি নয়। এটা মাস্তানি দেখাবার জায়গা নয়।"
মিথ্যা নিউজ করার কারনে একুশে টিভির
নারী সাংবাদিক যখন হালকা গণধোলাইয়ের শিকার
হয়েছিলেন, সুশীলদের তখন সে কী কান্না! "
আহা নারী অধিকার গেল!"
অথচ আজ যখন অকারনে এইচএসসির এক মেয়েকে রিমান্ডে নেওয়া হল,এসব নারীবাদীদের দেখা যাচ্ছে না।
হয়ত রোকেয়া প্রাচী,তানিয়া আমিররা এখন মাহফুজুর রহমান, রুবায়েত ফেরদৌসদের সাথে "রুদ্ধদার বৈঠক" এ ব্যাস্ত!
কি আর বলবো!
সুশীলতা ইজ এ বিজনেস লাইক প্রস্টিটিউজম।
বিষয়: বিবিধ
১৩৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন