নাস্তিকদের গড না থাকলেও গডফাদার রয়েছে !

লিখেছেন লিখেছেন বিদ্রোহী রণক্লান্ত ২৪ এপ্রিল, ২০১৩, ০৫:৪১:১২ বিকাল



বাংলাদেশের নাস্তিক ব্লগার দের সাথে একাত্মতা প্রকাশ করলেন নাস্তিক কুলের শিরোমনি সালমান রুশদি । নাস্তিক যে কেউ হতে পারে । তাতে কোন সমস্যা নেই । কিন্তু ধর্মবিদ্বেষী বহুগামী সমকামী বিকৃত রুচির একশ্রেনীর আতেল আজকাল আল্লাহ ইসলামকে গালিগালাজ করাকে ফ্যাশন হিসাবে নিয়েছে । হাল আমলে হাসিনার ধর্মনিরপেক্ষতার আবডালে এই ধর্মবিদ্বেষী শ্রেনীটি প্রকাশ্যে চলে এসেছে ।

সালমান রুশদির সাথে দেখা করল চার নাস্তিকদের মুক্তির দাবিতে আন্দোলনরত ডেনমার্কের নাস্তিকরা :

নাস্তিক ব্লগারদের মুক্তির দাবীতে ডেনভারে প্রতীকি অনশন ও মানববন্ধন চালিয়ে যাচ্ছেন সাজ্জাদ মারুফ, আয়েশা ইকবাল, তামজিদা খান, সানজিদা মহিউদ্দীন, রাসেল সাঈদ এবং আরো কয়েকজন কথিত মুক্তচিন্তার স্বপক্ষের যোদ্ধা। মুক্তচিন্তার স্বপক্ষের এসব বাঙাল সন্তান প্রতিদিন প্ল্যাকার্ড ফেস্টুন হাতে ডেনভারের রাজপথ এবং ইউনিভার্সিটি অফ ডেনভারের ডিসক্রল ব্রীজে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। তারা সম্প্রতি বিশ্ব কুখ্যাত ইসলাম বিদ্বেষী , " সাটানিক ভার্সেস " এর লেখক সালমান রুশদীর সাথে দেখা করে সহমর্মিতা প্রকাশ করেছে ।

তারা সালমান রুশদির কাছে গিয়ে প্রমাণ করল তাদের ইসলাম বিদ্বেষের লেভেলটা । খবরটা মিডিয়ায় প্রকাশ পেলে দেশবাসীর নিকট প্রকাশ হয়ে যাবে নাস্তিকদের ইসলাম বিদ্বেষীতার স্বরূপ ।

বিষয়: বিবিধ

১৬৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File