ইন্টারনেট বন্ধ করা হতে পারে -মাননীয় প্রধানমন্ত্রী।

লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ০৮ নভেম্বর, ২০১৫, ০৪:১৬:০৮ বিকাল

বিদেশ থেকে সফর করে গণভবনের সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন - ইন্টারনেট বন্ধ করা হতে পারে।

যেহেতু তিনি বাংলাদেশের জনগণকে ইন্টারনেট দিয়েছেন - তাই তা কিছুদিন বন্ধ করার অধিকার তার রয়েছে।

# চিন্তা করছি কেন আমাদের প্রধানমন্ত্রী মাঝে মাঝে এরকম কথা বলেন? আমাদের গ্রাম্য ভাষায় বলে - খোটা দেয়া।

খোটা দেয় সেই ব্যক্তি যার রুচিবোধ খুবই নিম্ন পর্যায়ের। যার পারিবারিক আবহ তেমন। অথচ আমাদের প্রধানমন্ত্রীর পরিবার এমন না। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীর ঘরে লালিত পালিত। তিনি গণতন্ত্রের মানসকন্যা। আরো কত তার ডিগ্রি। তাহলে কেন তিনি বাঙ্গালকে সবসময় হাইকোট দেখান।

=========

# অনেক চিন্তা করে যা পেলাম -

১) যেহেতেু প্রধানমন্ত্রীর পিতা এই ইন্টারনেটের স্বপ্ন দেখেছিলেন।

২) যেহেতু প্রধানমন্ত্রীর তনয় গুগুলের আগে অন্য একটা কিছু বানিয়েছিলেন। (জয় হাসিনা নিজে তা বলেছেন)

৩) যেহেতু প্রধানমন্ত্রী নিজে স্কাইপি দিয়ে বাংলাদেশকে সাজিয়েছেন। (প্রধানমন্ত্রী নিজে তা বলেছেন।)

৪) যেহেতু প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশে করেছেন।

তাই আমাদের প্রধানমন্ত্রীর এই অধিকার ও আছে ইন্টারনেট বন্ধ করার।

এতে জামায়াত শিবির ও বিএনপির কোন অধিকার থাকার কথা নয়।

---------------------------------------------------------

অবশ্য আজকের প্রধানমন্ত্রী এর আগেও বলেছিলেন কিছু দিন বিদূৎ বন্ধ করার।

==========

শাসন করা তার কাজ সেহাগ করে যে - এই বাক্যটি বাংলা অভিধান থেকে বদলাতে হবে।

এখন লিখতে হবে -

শাসন করা তার সাজে - যার বন্ধ করার ক্ষমতা আছে।

আবার বাংলাদেশের সংবিধান থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বদলিয়ে লিখতে হবে -

বাকশালী বা ডিজিটাল বাংলাদেশ অথবা - বঙ্গবন্ধু বাংলাদেশ।

কারন আমরা এখন আর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিক নই। বরং এক ব্যক্তির - এক পরিবারে গোলামে পরিণত হয়েছি।

ক্ষমা করবেন।


=======

সূরা মাউন পড়ার অনুরুধ করছি। জাহান্নামে যাবার যতটি কারণ তার মধ্যে একটি কারন হল - যারা খোটা দেয়। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।

বিষয়: বিবিধ

১৮৩০ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348947
০৮ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৫১
মুিনর লিখেছেন : আমাদের অবৈধ প্রধামন্ত্রী মাত্র খোটা দিতেছেন। এখনো প্রতিশোধ নেওয়া শুরু করেন নাই (যদি ও অন্ধকারে বিভিন্নভাবে প্রতিশোধ নিতেছেন) সরাসরি বলেন নাই যে, আমার বাপ এ দেশ স্বাধীন করেছে, বি এন পি জামায়াত ত আর এ দেশ স্বাধীন করে নাই। তাই তাদের কিছু লোককে গুম খুন করলে অসুবিধা কি? সে অধিকার ত আমার আছে। তবে এ কথা শুনার অপেক্ষায় আমরা আছি।
০৮ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:০৬
289650
ইবনে আহমাদ লিখেছেন : অনেক দিন পর আমার বাড়িতে আসলেন। মন্তব্য করলেন। অনেক অনেক ধন্যবাদ।
০৮ নভেম্বর ২০১৫ রাত ০৮:১৪
289669
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সুযোগ থাকলে ক্ষমতা দেখানোটা মানুষের ফিতরাত, আমরাই বা কম কিসে??

এমন অনেক "ভালোমানুষ"কে জানার "সৌভাগ্য" হয়েছে যাঁরা সুযোগ পেলে ক্ষমতা দেখান, এখনো দেখাচ্ছেন, অন্যেরাও অসহায়ের মত দেখছেন- বরং দেখতে বাধ্য হচ্ছেন!! কিচ্ছু করার বা বলার নেই!!!

সবই আমাদের কর্মফল!!!
348948
০৮ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৫৩
জেদ্দাবাসী লিখেছেন : সেন্টুর ফাঁসি চাই বই সুত্রে জেনেছি ছেলে জয়কে হাসিনা বলেছিল, তার নানা হচ্ছে রাজা দেশবাসিরা প্রজা। সে হিসাবে অবৈধ প্রধানমন্ত্রী নিজেও দেশবাসিকে প্রজার চেয়ে বেশি কিছু মনে করেনা।তাঁর উদ্ধত দাম্ভিক কার্যক্রমেই তার প্রমান।

জাযাকাল্লাহ খায়ের
০৮ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:০৬
289651
ইবনে আহমাদ লিখেছেন : এরকম পড়েছিলাম। এই দলটির মনোজগতের সমস্যা। আফসোস হল - শিক্ষিত জনগোষ্ঠীর জন্য।
আপনাকে ধন্যবাদ।
348951
০৮ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:১১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দারুন লিখেছেন ভাই
আপনাকে অনেক ধন্যবাদ
০৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২০
289663
ইবনে আহমাদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
348955
০৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : শাসন করা তার সাজে - যার বন্ধ করার ক্ষমতা আছে।
একদম ঠিক? অনেক ধন্যবাদ....
০৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২০
289664
ইবনে আহমাদ লিখেছেন : আগামীতে বাংলা অভিধান পরিবর্তনের আওয়াজ তুলুন। ধণ্যবাদ।
348960
০৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১০
রাহমান বিপ্লব লিখেছেন : ভালো লাগলো
০৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২১
289665
ইবনে আহমাদ লিখেছেন : মোবারকবাদ।
348973
০৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
আফরা লিখেছেন : জী উনার অনেক ক্ষমতা একটু আকটু না দেখাইলে কি চলে -----
০৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪২
289724
ইবনে আহমাদ লিখেছেন : এই দেখানোর মধ্যে মানুষের বংশ ও রুচির পরিচয় পাওয়া যায়। আর পরকালের বিষয়টা রয়েগেল। ধন্যবাদ।
348980
০৮ নভেম্বর ২০১৫ রাত ০৮:১৩
শেখের পোলা লিখেছেন : বঙ্গবন্ধু বাংলাদেশ নয় হতে পারে,বঙ্গদেশ বা বন্ধুদেশ বা বঙ্গ প্রদেশ৷শেষেরটির বেশী সম্ভাবনা৷ধন্যবাদ৷৷
০৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৩
289725
ইবনে আহমাদ লিখেছেন : আপনার চিন্তার সাথে একমত। আমরা সেদিকে যাচ্ছি।
348990
০৮ নভেম্বর ২০১৫ রাত ০৮:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুনিয়াতে একটি মাত্র দেশে ইন্টারনেট বন্ধ সেই দেশটা হচ্ছে উত্তর কোরিয়া!! বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস শুরু হয় ১৯৯৩ সালে। ভিস্যাট প্রথম কাজ শুরু করে ১৯৯৬ সালের ৬ ই জুন। ইন্টারনেট উনি দেন নাই!
০৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
289726
ইবনে আহমাদ লিখেছেন : তথ্যটা এভাবে জানা ছিল না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
349005
০৮ নভেম্বর ২০১৫ রাত ১০:১২
রফিক ফয়েজী লিখেছেন : শুধু ইন্টারনেট কেন ওনি যদি বলেন এ দেশ স্বাধীন করেছি আমরা অর্থাৎ আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া বাকীরা সব এই দেশ থাইকা চইলা যান অসম্ভবের কী?
০৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৫
289727
ইবনে আহমাদ লিখেছেন : সম্ভব আর অসম্ভব এগুলো কোন ব্যক্তির হাতে নয়। আমরা সবাই এই দেশের মালিক। আমরা কেন যাব। আমাদেরকে এই দেশেই থাকতে হবে। যাদের পিসি মাসির বাড়ি আছে তারা যেতে পারে।
১০
349022
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৩:২৯
কাহাফ লিখেছেন : ক্ষমতার অহমিকায় কত কথাই মুখ দিয়ে বেড়িয়ে আসে!
ভূলে যায় ওরা, ক্ষমতা চিরস্হায়ী নয় এ ভূবনে!
০৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৬
289728
ইবনে আহমাদ লিখেছেন : এই বাক্যটি জানা আছে তবে ক্ষমতায় থাকলে তা ভুলে যাই।
উনিতো মানুষ তাই এমন হয়েছে। হঠাৎ করে সামনে আসলে তখন হুশ হয়।
১১
349201
১০ নভেম্বর ২০১৫ সকাল ১১:১০
হতভাগা লিখেছেন : উল্টা পাল্টা লিখলে তো উনি এটা বলবেনই
২৯ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:০৮
295317
ইবনে আহমাদ লিখেছেন : এরই নাম বাকশালী গণতন্ত্র। সঠিক হতে পারে!
১২
351998
২৯ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:০০
আবু ফারিহা লিখেছেন : ডিজিটাল সময়ে ইন্টারনেট ছাড়াই তিনি দেশকে আকাশচুম্বী সাফল্য নিয়ে আসতে পারবেন ও করছেন। আর তাতো দেশের মানুষ ভালো করেই হাড়ে হাড়ে টের পাচ্ছেন।
২৯ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:০৯
295318
ইবনে আহমাদ লিখেছেন : দেশের মানুষ সবাই তা বুঝতে পারছে। সঠিক বলেছেন।
১৩
361452
০৫ মার্চ ২০১৬ রাত ০৮:০১
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগে নিয়মিত হওয়ার অনুরোধ থাকল
১৪
385671
২০ জুলাই ২০১৮ রাত ০৩:০৯
ইবনে আহমাদ লিখেছেন : ভাই ইচ্ছাত আছে কিন্ত সমস্যা অনেক। দোয়া করবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File