ইন্টারনেট বন্ধ করা হতে পারে -মাননীয় প্রধানমন্ত্রী।
লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ০৮ নভেম্বর, ২০১৫, ০৪:১৬:০৮ বিকাল
বিদেশ থেকে সফর করে গণভবনের সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন - ইন্টারনেট বন্ধ করা হতে পারে।
যেহেতু তিনি বাংলাদেশের জনগণকে ইন্টারনেট দিয়েছেন - তাই তা কিছুদিন বন্ধ করার অধিকার তার রয়েছে।
# চিন্তা করছি কেন আমাদের প্রধানমন্ত্রী মাঝে মাঝে এরকম কথা বলেন? আমাদের গ্রাম্য ভাষায় বলে - খোটা দেয়া।
খোটা দেয় সেই ব্যক্তি যার রুচিবোধ খুবই নিম্ন পর্যায়ের। যার পারিবারিক আবহ তেমন। অথচ আমাদের প্রধানমন্ত্রীর পরিবার এমন না। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীর ঘরে লালিত পালিত। তিনি গণতন্ত্রের মানসকন্যা। আরো কত তার ডিগ্রি। তাহলে কেন তিনি বাঙ্গালকে সবসময় হাইকোট দেখান।
=========
# অনেক চিন্তা করে যা পেলাম -
১) যেহেতেু প্রধানমন্ত্রীর পিতা এই ইন্টারনেটের স্বপ্ন দেখেছিলেন।
২) যেহেতু প্রধানমন্ত্রীর তনয় গুগুলের আগে অন্য একটা কিছু বানিয়েছিলেন। (জয় হাসিনা নিজে তা বলেছেন)
৩) যেহেতু প্রধানমন্ত্রী নিজে স্কাইপি দিয়ে বাংলাদেশকে সাজিয়েছেন। (প্রধানমন্ত্রী নিজে তা বলেছেন।)
৪) যেহেতু প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশে করেছেন।
তাই আমাদের প্রধানমন্ত্রীর এই অধিকার ও আছে ইন্টারনেট বন্ধ করার।
এতে জামায়াত শিবির ও বিএনপির কোন অধিকার থাকার কথা নয়।
---------------------------------------------------------
অবশ্য আজকের প্রধানমন্ত্রী এর আগেও বলেছিলেন কিছু দিন বিদূৎ বন্ধ করার।
==========
শাসন করা তার কাজ সেহাগ করে যে - এই বাক্যটি বাংলা অভিধান থেকে বদলাতে হবে।
এখন লিখতে হবে -
শাসন করা তার সাজে - যার বন্ধ করার ক্ষমতা আছে।
আবার বাংলাদেশের সংবিধান থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বদলিয়ে লিখতে হবে -
বাকশালী বা ডিজিটাল বাংলাদেশ অথবা - বঙ্গবন্ধু বাংলাদেশ।
কারন আমরা এখন আর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিক নই। বরং এক ব্যক্তির - এক পরিবারে গোলামে পরিণত হয়েছি।
ক্ষমা করবেন।
=======
সূরা মাউন পড়ার অনুরুধ করছি। জাহান্নামে যাবার যতটি কারণ তার মধ্যে একটি কারন হল - যারা খোটা দেয়। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।
বিষয়: বিবিধ
১৮৩০ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুযোগ থাকলে ক্ষমতা দেখানোটা মানুষের ফিতরাত, আমরাই বা কম কিসে??
এমন অনেক "ভালোমানুষ"কে জানার "সৌভাগ্য" হয়েছে যাঁরা সুযোগ পেলে ক্ষমতা দেখান, এখনো দেখাচ্ছেন, অন্যেরাও অসহায়ের মত দেখছেন- বরং দেখতে বাধ্য হচ্ছেন!! কিচ্ছু করার বা বলার নেই!!!
সবই আমাদের কর্মফল!!!
জাযাকাল্লাহ খায়ের
আপনাকে ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ
একদম ঠিক? অনেক ধন্যবাদ....
ভূলে যায় ওরা, ক্ষমতা চিরস্হায়ী নয় এ ভূবনে!
উনিতো মানুষ তাই এমন হয়েছে। হঠাৎ করে সামনে আসলে তখন হুশ হয়।
মন্তব্য করতে লগইন করুন