বাড়িটা জামায়াতের,সাংবাদিকতার নতুন রুপ
লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ০৯ মার্চ, ২০১৩, ০৫:৪২:১৫ বিকাল
গত কাল বাংলা ভিশন এর খবর দেখছিলাম। যদি ও আমি দিগন্ত টিভি দেখে থাকি। পরিস্থিতির তুলনা মুলক বিবেচনার জন্য বাকিগুলো দেখে থাকি।
বাংলা ভিশন গতকাল তাদের রিপোটএ নতুন একটি মাত্রা যোগ করলো।বলা যায় সাংবাদিকতার নতুন রুপ।
বায়তুল মোকারম থেকে বাকশালী পুলিশের তান্ডবে ঠিকতে না পেরে সাধারণ মুসল্লিরা একটি বিল্ডিংয়ে আশ্রয় নিয়েছিল। সেখানে মেহদী হাসানের বাকশালী পুলিশ হানা দেয়। বিল্ডিং লক্ষ্য করে গুলি করছিল।বিল্ডিং এর উপর থেকে পুলিশ ধাক্কা দিয়ে ফেলে দেয় এক যুবক কে।যুবকটি সেখানেই মরতে হয়।
এগুলো সবই দেখা যাচ্ছিল টিভি ফুটেজে।
বাংলা ভিশনের মহান সাংবাদিক বিল্ডিংটি কোন দলের তা বলে দিচ্ছেন। খবরে বলা হল বিল্ডিংটি জামাতের।
নতুন সাংবাদিকতায় জানা গেল বিল্ডিং ও হয় জামায়াতের!
এই উস্কানী সাংবাদিককে এবং বাংলা ভিশনের সাংবাদ সরবরাহ কে, কি হুলুদ সাংবাদিকতা বলা যাবে?
বিল্ডিং জামায়াতের বলে বাংলা ভিশন কি বিল্ডিং এর মালিকের নাগরিক অধিকার ক্ষুন্ন করে নাই?
বাংলা ভিশন কি শাহবাগীদের এবং সোনার ছেলেদেরকে উস্কানী দিল না? জামায়াতের বিল্ডিং তাই সেটা ভাংগ।
শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় ২০০৮ নির্বাচনের পূর্বে বলেছিলেন (নিবন্ধে) যে, আওয়ামীলীগকে ভোট দিলে ইসলামী হাসপাতাল,ইসলামী ব্যাংক,ইসলামী প্রতিষ্ঠান গুলোকে সেকুলারিজম করা হবে।
তখন প্রশ্ন জেগেছিল প্রতিষ্টান কেমন করে মৌলবাদী হয়?
শাহবাগের দাবী এবং বিকৃত মানষিকতার সাংবাদিকতা হাসিনা ওয়াজেদের যোগ্য পুত্র জয়ের সেই ধর্মনিরপেক্ষতা প্রসারে কাজ করছে?
এই সাংবাদিকতা,সংবাদ মাধ্যম এবং সংবাদ কর্মীদের কি বলা যায়?
এরা কি দেশ ও গণমানুষের পক্ষে,স্বার্থে কাজ করছে?
একটি জাতিকে বিভক্ত করা কি সত্যিকার সংবাদ মাধ্যমের কাজ?
তাহলে মিডিয়াগুলো গত ৫ তারিখ থেকে কাদের স্বার্থে কাজ করছে?
এগুলো কি সেই ওয়াজেদ সাহেবের পরিকল্পনার বাস্তবায়ন?
বাজারে এ কথা চর্চা হচ্ছে - আজকের মিডিয়ার এই আচরণ, ডেসটিনি,শেয়ার বাজার,ব্যাংক লুট, কুইক রেন্টাল এবং পদ্ধা সেতুর পয়সা যা জয় হাসিনার একাউন্টে জমা হয়েছিল সেগুলোর কেরামতে মিডিয়াগুলোর নীতিহীন ভ্রষ্ট হলুদ সাংবাদিকতা।
বিষয়: রাজনীতি
১৯৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন