বৃহত্তর ইসলামী আন্দোলনের নেতাদের বড় ভুল!

লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ০৬ মে, ২০১৫, ০৫:০১:৩৪ বিকাল



আমি বসা ডান পাশে। আড়াআড়ি করে রাখা চেয়ার। চোখ দিয়ে আবছা আবছা দেখা যায় অনেক দুর। দুরের শহরটির নাম আমাদের জানা নেই। সামনে স্বচ্ছ গ্লাস। নিচের রাস্তার সব কিছু পরিস্কার দেখা যাচ্ছে। দুই বন্ধু বসে কথা বলছি। এই জায়গাটার সাথে নিজের হৃদয়ের একটা টান আছে। সুযোগ পেলেই বসতে চেষ্টা করি আপনজন নিয়ে। আজ সেরকমই বসা। পারিবারিক আলাপ আলোচনার সাথে দেশের রাজনীতি।

১৮ বছর বয়সের একটি বালক কেমন করে এতগুলো হত্যাকান্ড করল। কেমন করে গ্রামের মেট্রিক পড়ুয়া ছেলের নির্দেশে পাকিস্তানের আর্মী জেনারেলরা হুকুম তামিল করত।

এই বিষয়গুলো আদালতের মাননীয় বিচারপতিদের সামনে আনা হয়েছে। তার পর ও তারা রায় দিলেন। বড় আদালতের বড় বিচারপতিদেরও একই রায়।সরকার আসলে কি চায়? কেন চায়? কারন কি? আসলে আওয়ামীলীগ বাংলাদেশে কি করতে চাচ্ছে?

প্রাজ্ঞ সাহিত্যিক ও সাংবাদিক বন্ধুটি চমতকার পর্যলোচনা করেছেন। কেন জামায়াতের নেতৃত্বকে সাজানো গোছানো আদালতের সিল দিয়ে রাষ্ট্রীয় হত্যাকান্ড করা হচ্ছে।

======

# আইন আদালত - রাষ্ট্রীয় নিয়ম নীতি কোন কিছুর পরওয়া কেন করছে না সরকার?

# যে আদালতের মাধ্যমে (বাংলা লিংকের দামে) ফাঁসির রায় হচ্ছে?

# আবার অতি স্বাধীন বিচারপতিরা জামায়াতের সকল মামলা খারিজ করেছেন?

# ১৮ বছরের বালক অথবা ৪ বছরের শিশু সবার জন্য একই আইন। একই রায়?

# বর্তমান সরকারের ক্ষমতা প্রলম্বিত ফাঁসির বিকল্প আর কি আছে?

===

আমাকে প্রশ্ন করলেন - বলুনতো কেন? আওয়ামীলীগ জামায়াতের কেন্দ্রিয় নেতাদের ফাঁসি দিচ্ছে?

আমার জবাব শুনে তিনি বললেন - এটা হয়তো একটা কারণ - তবে আমার দৃষ্টিতে আসল কারণ হল ভিন্ন।

# তার ভাষায় - আওয়ামী রাজনীতিটা এমন - যারা তাদের প্রতিপক্ষ হবে - তাদেরকে খতম করা।

যেমন - শেখ মুজিবের পথ সাফ করার জন্য আওয়ামীলীগের প্রথম সাধারণ সম্পাদককে পাগল করা হয়েছিল। দলের ভিতর এরকম অনেক উদাহারণ আছে। হাসিনার ট্রামকার্ড মার্কা আব্দুল জলীল সাহেবকে ও পাগল হয়ে মরতে হয়েছে।

# জামায়াতের যে সমস্ত নেতাদের ফাঁসির আয়োজন করা হয়েছে। তাদের প্রত্যেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক তথা রাজনৈতিক উঠাবসা ছিল আওয়ামীলীগের। আওয়ামীলীগ জানে এদেরকে খুব ভাল ভাবে। তাদের সততা - দেশপ্রেম - তাদের লেখাপড়া সব কিছু খুব কাছ থেকে দেখেছে। ভয়ের জায়গাটা হল এখানে।

# বিগত আন্দোলনগুলোতে তারা দেখেছে - তোফায়েল সাহেব - আমু সাহেব সহ সিনিয়র নেতারা বুজেছেন - যদি জামায়াতের নেতারা এভাবে জনগণের সাথে মিশতে পারে - তাহলে আওয়ামীলীগ তথা সেক্যুলার রাজনীতির নেতৃত্ব থেকে জনগন মুখ ফিরিয়ে নেবে।

# আমার বন্ধু বললেন - দেখেন - শহীদ আব্দুল কাদের মোল্লা বা কামরুজ্জামান - আলী আহসান মুজাহীদ - বা মতিউর রহমান নিজামী এদের সাথে রাজনৈতিক টেবিলে অসংখ্যবার বসেছেন। মত বিনিময় হযেছে। আন্দোলনের কলাকৌশল নিয়ে সিদ্ধান্ত হয়েছে। শেখ হাসিনা জানেন তার আশে পাশের মানুষদের চরিত্র। বিপরীতে জামায়াতের নেতৃত্ব তার কাছে পরিস্কার আছে।

# যদি এই গ্রুপটাকে বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিক কাজ করতে দেয়া যায় - তাহলে মিথ্যার রাজনীতি বিলুপ্ত হয়ে যাওয়া স্বাভাবিক। সৎ রাজনীতির বিপরীতে দুর্নীতিতে অকন্ঠ নিমজ্জিত আওয়ামী পরিবারের রাজনীতির দিন শেষ ছিল।

# তাই জামায়াতের নেতৃত্বের সবচেয়ে বড় ভুল হল - তাদের দেশ প্রেম -সততা এবং যোগ্যতা। এটাই হল - ফাসিঁর আসল কারন।

===

আমি তার সাথে যোগ করলাম - কোরআনের সুরা বুরুজের ৮ নং আয়াত।

وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّـهِ الْعَزِيزِ الْحَمِيدِ

তরজমা - তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল।

=======

বিষয়: বিবিধ

২০৭৮ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318483
০৬ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
শেখের পোলা লিখেছেন : এ কথাতো সর্বজনবিিত,কিন্তু আমাদের চাই প্রতিকার৷ নেতারা এ বিষয়ে কি ভাবছেন? নাকি শুধু জেল জরিমানা ফাঁসীতেই সন্তুষ্ট থাকবেন?
০৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
259720
ইবনে আহমাদ লিখেছেন : কি ভাবছেন তা জানার কোন উপায় নেই। প্রতিকার করার জন্য আমাদের সবার উচিত হবে এগিয়ে আসা। সেজন্য আমরা আমাদের দায়িত্ব কতটুকুন পালন করছি।
318494
০৬ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আওয়ামি লিগ কে মানুষ মনে করাই বড় ভুল।
০৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
259721
ইবনে আহমাদ লিখেছেন : সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করার মধ্যে রয়েছে আগামীর পথ চলার পাথেও।
318533
০৬ মে ২০১৫ রাত ০৯:১৮
হতভাগা লিখেছেন :
তাই জামায়াতের নেতৃত্বের সবচেয়ে বড় ভুল হল - [q]তাদের দেশ প্রেম
-সততা এবং যোগ্যতা। এটাই হল - ফাসিঁর আসল কারন।[/q]

০ জ্বী তাদের ৭১ এ পাকিস্তানপ্রেম ও তার আবেগের জন্য আজকের এই বিচার হচ্ছে , বাংলাদেশে।
০৭ মে ২০১৫ দুপুর ০৩:২০
259843
ইবনে আহমাদ লিখেছেন : আপনার মন্তব্যটা শতভাগ সত্য। ধন্যবাদ।
318554
০৬ মে ২০১৫ রাত ১১:২১
আবু জারীর লিখেছেন : সমস্যা হল দেশের সাধারণ মানুষের মাথায় এই সত্য ঢুকছেনা।

দেশ প্রেমই যেখানে বড় অপরাধ সেখানে দেশের জনগণ যদি সময় থাকতেই বুঝত তাহলে জাতি পথের দিশা পেত।

সুন্দর করে আওয়ামী আদালতের সত্যের অপলাপ তুলে ধরার জন্য ধন্যবাদ।
০৭ মে ২০১৫ দুপুর ০৩:২০
259842
ইবনে আহমাদ লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ। এই সত্যটা বুঝাবার দায়িত্বটা আমার আপনার সবার।
০৭ মে ২০১৫ রাত ১০:১৬
259940
হতভাগা লিখেছেন : জামায়াতীরা তাদের দেশ প্রেম যে দেশটির জন্য দেখিয়েছিল তারা এখন সে দেশে নেই । তাই তাদের দেশপ্রেম এই ''শত্রু'' দেশের জন্য শত্রুতারই শামিল । যার বিচার হচ্ছে ....

সাধারন মানুষ যদি আপনাদের মত দেশপ্রেম বুঝতো তাহলে আজকেও মাস্টার্স পাশ করে পাকিদের পিছনে পিছনে ঘুরতে হত গামছা নিয়ে তাদের জুতো সাফ করার জন্য ।

ভাগ্যিস সেই সাধারণ মানুষ আপনাদের মত মহা ট্যালেন্টেড ছিল না ।
০৮ মে ২০১৫ রাত ১০:৩৬
260097
আবু জারীর লিখেছেন : সাধারণ মানুষ সব সময়ই বঞ্চিত থাকে। একসময় ঘুড়ত হ্যাট ওয়লাদের পিছনে, তারপরে কোকাতার বাবুদের পিছনে, পরে ঘুড়তে হয়েছিল পাঞ্জাবীদের পিছনে, আর এখন ঘুড়তে হয় গোপালীদের পিছিনে। নেতার পরিব র্তন ঘটেছে নীতির নয়। আমরা নীতির পরিবর্তনের কথা বলি। তা আবার কোন ফালতু নীতি নয় একেবারে শ্রষ্ঠার নীতি বাস্তবায়ন করতে চাই। এখন জনগণের ইচ্ছা তারা কোনটা চায়?
ধান্যবাদ।
318563
০৭ মে ২০১৫ রাত ১২:২৫
নয়ন খান লিখেছেন : তাদের এছাড়া আর কোন অপরাধ ছিল না যে, তারা মহামহিম, বিশ্বপ্রতীম, স্বপ্রশংসিত ও পরাক্রান্ত আল্লাহর প্রতি ঈমান এনেছে।
০৭ মে ২০১৫ দুপুর ০৩:১৯
259841
ইবনে আহমাদ লিখেছেন : এটাই সত্যি। যুগে যুগে এমনটাই হয়েছে।
318581
০৭ মে ২০১৫ সকাল ০৫:২১
কাহাফ লিখেছেন :
সংখ্যা গরিষ্ট মানুষের আচার-আচরণ, কর্ম-কৌশল অনুযায়ী তাদের উপর শাসক মহান আল্লাহও নির্ধারণ করেন!
'না কা ওয়াস্তে মুসলমান'বাংলাদেশের অধিকাংশ মানুষ! স্বার্থবাদীতা আর দ্বীনহীনতায় চরম পর্যায়ে! এমন পরিবেশে- সঠিক দেশপ্রেম-নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব-ঈমানী দৃঢ়তা অবশ্যই অনেক বড় অপরাধ হিসেবেই সাব্যস্ত হবে!
জামায়াত নেতারা তো এমন অপরাধে মারাত্মক অপরাধী!
আল্লাহ সাধারণ নামধারী মুসলমানদের সঠিক বুঝ দান করুন,আমিন!!
জাযাকাল্লাহু খাইরান!!
318640
০৭ মে ২০১৫ দুপুর ০৩:১৮
ইবনে আহমাদ লিখেছেন : চমতকার মন্তব্য করেছেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমীন।
318643
০৭ মে ২০১৫ দুপুর ০৩:২২
লেন্দুপ দর্জি লিখেছেন : ওদের ভুলেই আমাদের বিজয়...
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
263334
ইবনে আহমাদ লিখেছেন : ধণ্যবাদ আপনাকে।
319143
১০ মে ২০১৫ রাত ০৩:৩৯
প্রবাসী মজুমদার লিখেছেন : দুনিয়াবী জিন্দেগীর তুলনায় জান্নাতের ভোগটা অনেক বড়। আমাদের জন্য দুনিয়াটা পরীক্ষাগার বানালে ও আমরা এটিকে বাসস্থান বানিয়ে বসেছি। দ্বিতীয়ত - আমরা শহীদ হতে চাই। কিন্ত এটি কবুল করার জন্য তো আর ফেরেশতা আসবেনা। তাই হাসিনার মত আবুজেহেরের নাতনী দিয়ে আল্লাহ জামায়াতের শহীদদের শাহাদাতের মর্যাদা দিতে আ্ওয়ামীলীগকে বেচে নিয়েছে । এমতাবস্থায়, নেতাদের জন্য আমাদের হায় হুতাশ কিন্তু আল্লাহর সিদ্ধানের বিরোধীতা বই কিছুই নয়।

এ কেমন কথা যে, হিসাব বিহীন মৃত্যুর জন্য শহীদ হতে চাই। আর শহীদ হলে বলি জুলুম করা হয়েছে। তাহলে কোনটি ঠিক?

ধন্যবাদ প্রচলিত বিষয়ে ব্লগ লিখার জন্য।
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
263337
ইবনে আহমাদ লিখেছেন : আপনাকে অসংখ্য মোবারকবাদ। দেরী হয়ে গেল জবাবটা দিতে। আপনার উত্থাপিত প্রশ্নে জবাবটা দেয়ার জন্য আলাদা একটি পোষ্ট দেয়া প্রয়োজন। অনেক বড় মানুষ হয়ে আমাদের ব্লগে এসে পড়েন এবং মন্তব্য করেন তাই আমরা সবাই খুশি।
১০
319352
১১ মে ২০১৫ সকাল ০৫:৫৭
সাদাচোখে লিখেছেন : আমি অনুভব করলাম - একটি পারটিকুলার দৃষ্টিকোন হতে বিশ্লেষন করেছেন আপনার বন্ধু। এবং সেই দৃষ্টিকোন হতে তিনি সঠিক।

আমাদের দরার এর হোলিস্টিক চিত্র পাওয়া। কেন বাংলাদেশের ওনারা যেমন নিগ্রহের শিকার, অন্যায় ও জুলুম এর শিকার - ঠিক তেমনি বার্মা, চায়না, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া হতে শুরু করে পাকিস্থান, মিশর, তিউনিশিয়া, সিরিয়া, ইয়েমেন সহ সারা পৃথিবীর আজকের চিত্রটা সমরূপ নিগ্রহের, অন্যায়ের ও জুলুমের?

আমার মনে হয় কেউ যদি দয়া করে কোরান ও হাদীস ঘাটে এবং খোঁজে কেন আজকে এই একবিংশ শতাব্দী এই ক্ষনটায় - যখন জ্ঞান বিজ্ঞান এতটা এ্যাডভান্স - তখন কেন এই অন্যায় এই জুলুম - তখন যে চিত্র কিংবা মতামতটা পাবেন - তা হবে যথার্থ, পরিপূর্ন। আর নয়তো আমরা খন্ডাংশ পাবো - যা কোনদিন পরিপূর্ন সত্য বলে পরিগনিত হতে পারেনা।
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৬
263338
ইবনে আহমাদ লিখেছেন : মাশাআল্রাহ জবাবটা আর দেয়া লাগবে না।
আপনাকে অসংখ্য মোবারকবাদ।
১১
321305
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার লিখাটা খুব ভাল লাগলো, সবর করেন আল্লাহ তো সবকিছু দেখতেছেন.... জুলুমকারিদের বিচার ও বাংলার জমিনে হবেই.... আপনাকে ধন্যবাদ
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৬
263339
ইবনে আহমাদ লিখেছেন : ইনশাআল্লাহ একদিন বিচার হবেই।
১২
323474
৩০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : ঈমানের দাবী পূরণ করাই যদি জামায়াত নেতাদের ভুল হয়ে থাকে, সে ভুল থেকে পিছপা হওয়ার সুযোগ কোথায়?
ধন্যবাদ গুরুত্বপূর্ণ পোস্টটির জন্য।
১৩
325002
১০ জুন ২০১৫ দুপুর ০১:৪১
ইবনে আহমাদ লিখেছেন : পিছপা হওয়ার কোন কারন ও নেই। আপনাকে ও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File