মনে রাখার মত কিছু দিন - ব্লগার আবু সাইফ।
লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:১৩:৩৫ দুপুর
আবু সাইফ। ব্লগিং জগতের সবার প্রিয়। আমার একটু বেশী প্রিয়। তবে আবু সাইফ আমার প্রিয় পরে। আগে তিনি শ্রদ্ধেয়। শ্রদ্ধা,সম্মান করার মত অনেক গুণ মহান আল্লাহ তাকে দিয়েছেন। তিনি সেগুলোর হেফাজত করেন বলে বিশ্বাস।
লম্বা চেহারার মানুষ। চেহারাতে পবিত্রতা ছাপ। কথা বলেন মেপে মেপে। শুনেন বেশী। ব্লগে মন্তব্য করেন সবার সেরা।
যে কোন বিষয় আলাপে তিনি বলেন কম। রাগ আছে। কিন্তু সেটা সত্যের জন্য। যে কাউকেই চোখে চোখ রেখে বলার কায়দাটা খুবই ভাল জানেন। প্রবাস জীবনে এরকম সত্য উচ্চারণে হয়েছেন বিতাড়িত। কিন্তু কাউকে দুশমন হতে দেননি। বরং সবার সাথে ভারসাম্যপূর্ণ একটি সম্পর্ক রক্ষা করতে জানেন।
জেদ্দাতে প্রথম দেখা হয় নিজের দায়িত্বের কারণে। জানতে পারলাম গত ৯ বা ১০ মাস থেকে আছেন। দেখা করলাম। কথা হল। শুনলেন। তার পর এক সাথে বেশ কয়েক বছর দাওয়াতের কাজ করলাম। কাছাকাছি হয়ে জানলাম অনেক কিছু।
জেদ্দা থেকে বদলি হয়েছে তার। নতুন কর্মস্থলে তিনি স্থিতু হতে সময় লাগবে। মনে করি আমাদের সবাইকে খুবই মনে রাখবেন। মনে রাখবেন সিবিএফ জেদ্দার সকল ব্লগারদের।
আমাদের প্রত্যাশার অনেক কিছু রয়ে গেল।
বিষয়: বিবিধ
১৩৭৩ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লিখেছেন : আমি ও দেখাতে পারলে খুশি হতাম। তবে তার চেহারা দেখতে হলে এই লিংকে একটু যেতে পারেন। তিনি সিবিএফ জেদ্দার সম্মানীত সভাপতি।
http://www.bd-today.net/blog/blogdetail/detail/1876/IBNAHMED/59800
সিবিএফের আড়ালে এখানে তো দেখি শিবিরের কার্যক্রম চলতেছে !
হায় সব্বোনাশ!!
কী সাংঘাতিক শত্রুতা!!
ইতিবাচক শব্দগুলো আপনার উদারতা- আমি যতসামান্য ধারণ করতে চেষ্টা করি মাত্র;
কিন্তু যেভাবে বলেছেন তার কাণাকড়িও ঠিক নয় মনে করি!
তবে আপনাদের ভালোবাসা ও সম্মানের যথাযথ মূল্যায়ন ও প্রতিদানের ব্যবস্থা আল্লাহতায়ালাই করবেন, ইনশাআল্লাহ
আমার দুর্বলতাগুলো যদি বেশী করে বলতেন- আমার যথার্থ উপকার হতো!!
এবং
ব্লগে মন্তব্য করেন সবার সেরা
এ বাক্যাংশটুকু তো রীতিমত আপত্তিকর!
ব্লগারদের উচিত এর প্রতিবাদ করা- কারণ এতে অসংখ্যজনের প্রতি অবিচার করা হয়েছে!
যাহোক, সকলের অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি এবং অজানা/অক্ষমতাজনিত ত্রুটিবিচ্যূতির জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।
আরো দোয়া চাইছি- আমার এ বদলী যেন নাফস ও দুনিয়া থেকে আল্লাহর সন্তুষ্টি ও আখেরাতের দিকে হিজরতের সমতূল্য হয়।
মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের শুকরিয়া আদায় করছি এবং দরখাস্ত করছি সকলের সকল ভালোবাসা ও কর্মপ্রচেষ্টাকে কবুল ও মঞ্জুর করে নিন এবং সকলকে তাঁর সন্তুষ্টির পথে চলার তাওফিক দান করুন – আমিন।
আপনি আমাদের সাথে ছিলেন,আছেন এবং ইনশাআল্লাহ সবসময় থাকবেন।
ভাল থাকুন, দোয়া করি। আপনার নতুন কর্মস্থলে নতুনদের ভীড়ে পুরোনোরা হারিয়ে না গিয়ে বন্ধুর তালিকা বড় হবে এ প্রত্যাশা থাকলো।
সত্যর মিছিল থেকে ধাক্কা দিয়ে ক্ষণিকের জন্য সরিয়ে দেয়া একজন সহযাত্রীর অনমনয়ী ভাব দেখে বুঝেছি,
এদ্বীন সবার, সরাবে কেগো
এ-দ্বীন নহে বাপদাদার,
মিছিলে ছিলাম, আছি, থাকবো
রুখিবার হিম্মত কার?
দুর্ভাগ্য যারা মিছিলে থেকে ্ও
ভাইকে করেছে পর্,
স্বার্থের নেশায় দ্বীনকে বিকিয়ে
দুনিয়ায় বানিয়েছো ঘর।
জেদ্দা সিবিএফ এর সভাপতির শূন্যস্থানটার শূন্যতা সব সময়ে অনুভব হবে।
একমত। শূণ্যতা পূরণ হবার নয়।
দোয়া করবেন।
আল্লাহতায়লা উনাকে রহমত করুন।
আপনার হৃদয়স্পর্শী লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
"الحب فى الله" আল্লাহর জন্যেই ভালবাসার সুনিপুণ বহিঃপ্রকাশ সুন্দর এই উপস্হাপনা!
মুহতারাম আবু সাইফ এবং আপনার জন্যেই অনেক ভালবাসা ও জাযাকুমাল্লাহু খাইরান!!
দোয়াটা বেশী করে চাই।
মন্তব্য করতে লগইন করুন