মনে রাখার মত কিছু দিন - ব্লগার আবু সাইফ।

লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:১৩:৩৫ দুপুর

আবু সাইফ। ব্লগিং জগতের সবার প্রিয়। আমার একটু বেশী প্রিয়। তবে আবু সাইফ আমার প্রিয় পরে। আগে তিনি শ্রদ্ধেয়। শ্রদ্ধা,সম্মান করার মত অনেক গুণ মহান আল্লাহ তাকে দিয়েছেন। তিনি সেগুলোর হেফাজত করেন বলে বিশ্বাস।

লম্বা চেহারার মানুষ। চেহারাতে পবিত্রতা ছাপ। কথা বলেন মেপে মেপে। শুনেন বেশী। ব্লগে মন্তব্য করেন সবার সেরা।

যে কোন বিষয় আলাপে তিনি বলেন কম। রাগ আছে। কিন্তু সেটা সত্যের জন্য। যে কাউকেই চোখে চোখ রেখে বলার কায়দাটা খুবই ভাল জানেন। প্রবাস জীবনে এরকম সত্য উচ্চারণে হয়েছেন বিতাড়িত। কিন্তু কাউকে দুশমন হতে দেননি। বরং সবার সাথে ভারসাম্যপূর্ণ একটি সম্পর্ক রক্ষা করতে জানেন।

জেদ্দাতে প্রথম দেখা হয় নিজের দায়িত্বের কারণে। জানতে পারলাম গত ৯ বা ১০ মাস থেকে আছেন। দেখা করলাম। কথা হল। শুনলেন। তার পর এক সাথে বেশ কয়েক বছর দাওয়াতের কাজ করলাম। কাছাকাছি হয়ে জানলাম অনেক কিছু।

জেদ্দা থেকে বদলি হয়েছে তার। নতুন কর্মস্থলে তিনি স্থিতু হতে সময় লাগবে। মনে করি আমাদের সবাইকে খুবই মনে রাখবেন। মনে রাখবেন সিবিএফ জেদ্দার সকল ব্লগারদের।

আমাদের প্রত্যাশার অনেক কিছু রয়ে গেল।

বিষয়: বিবিধ

১৩৭৩ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302949
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:২৮
হতভাগা লিখেছেন : উনার চেহারা মোবারক খানা যদি একটু দেখাতেন তবে খুবই কৃতজ্ঞ হতাম
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪৪
245017
ইবনে আহমাদ লিখেছেন :
লিখেছেন : আমি ও দেখাতে পারলে খুশি হতাম। তবে তার চেহারা দেখতে হলে এই লিংকে একটু যেতে পারেন। তিনি সিবিএফ জেদ্দার সম্মানীত সভাপতি।
http://www.bd-today.net/blog/blogdetail/detail/1876/IBNAHMED/59800




০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫২
245019
হতভাগা লিখেছেন : খয়েরী রঙ্গের পান্জাবী পড়া শুভেচ্ছা কোচিং সেন্টারের প্রফেসর মান্নানের মত চেহারার লোকটা ?

সিবিএফের আড়ালে এখানে তো দেখি শিবিরের কার্যক্রম চলতেছে !Surprised
০৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:০২
245102
শেখের পোলা লিখেছেন : ভাই হতভাগা আশ্চর্য হবার কিছুই নেই৷ আস্তে আস্তে সারা দুনিয়ায় শিবিরের কর্যক্রম শুরু হবে, আর তা পূর্ণতা পাবেই৷ এটা আল্লাহর ওয়াদা৷
302954
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৩৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

হায় সব্বোনাশ!! D'oh Broken Heart
কী সাংঘাতিক শত্রুতা!! Tongue
I Don't Want To See I Don't Want To See

ইতিবাচক শব্দগুলো আপনার উদারতা- আমি যতসামান্য ধারণ করতে চেষ্টা করি মাত্র;
কিন্তু যেভাবে বলেছেন তার কাণাকড়িও ঠিক নয় মনে করি! Loser Shame On You

তবে আপনাদের ভালোবাসা ও সম্মানের যথাযথ মূল্যায়ন ও প্রতিদানের ব্যবস্থা আল্লাহতায়ালাই করবেন, ইনশাআল্লাহ

আমার দুর্বলতাগুলো যদি বেশী করে বলতেন- আমার যথার্থ উপকার হতো!! Waiting

এবং
ব্লগে মন্তব্য করেন সবার সেরা
এ বাক্যাংশটুকু তো রীতিমত আপত্তিকর! Time Out Time Out
ব্লগারদের উচিত এর প্রতিবাদ করা- কারণ এতে অসংখ্যজনের প্রতি অবিচার করা হয়েছে!

যাহোক, সকলের অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি এবং অজানা/অক্ষমতাজনিত ত্রুটিবিচ্যূতির জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।

আরো দোয়া চাইছি- আমার এ বদলী যেন নাফস ও দুনিয়া থেকে আল্লাহর সন্তুষ্টি ও আখেরাতের দিকে হিজরতের সমতূল্য হয়।

মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের শুকরিয়া আদায় করছি এবং দরখাস্ত করছি সকলের সকল ভালোবাসা ও কর্মপ্রচেষ্টাকে কবুল ও মঞ্জুর করে নিন এবং সকলকে তাঁর সন্তুষ্টির পথে চলার তাওফিক দান করুন – আমিন।

০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪৭
245018
ইবনে আহমাদ লিখেছেন : এই দোয়া আমাদের সকলের জন্য।
আপনি আমাদের সাথে ছিলেন,আছেন এবং ইনশাআল্লাহ সবসময় থাকবেন।
০৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
245035
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Tongue Tongue
302962
০৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:২১
প্রবাসী মজুমদার লিখেছেন : আপোষহীন একজন মানুষকে হারাতে বসেছি। আ্ডার বোদ্ধা বিশ্লেষককে হারাচ্ছি। হারাচ্ছি, তিল তিল করে গড়া ভালবাসার একজন মানুষকে। জেদ্দা সিবিএফ এর সভাপতির শূন্যস্থানটার শূন্যতা সব সময়ে অনুভব হবে। তবুও জীবনের তাগিদে যেতে হবে।

ভাল থাকুন, দোয়া করি। আপনার নতুন কর্মস্থলে নতুনদের ভীড়ে পুরোনোরা হারিয়ে না গিয়ে বন্ধুর তালিকা বড় হবে এ প্রত্যাশা থাকলো।
সত্যর মিছিল থেকে ধাক্কা দিয়ে ক্ষণিকের জন্য সরিয়ে দেয়া একজন সহযাত্রীর অনমনয়ী ভাব দেখে বুঝেছি,

এদ্বীন সবার, সরাবে কেগো
এ-দ্বীন নহে বাপদাদার,
মিছিলে ছিলাম, আছি, থাকবো
রুখিবার হিম্মত কার?
দুর্ভাগ্য যারা মিছিলে থেকে ্ও
ভাইকে করেছে পর্,
স্বার্থের নেশায় দ্বীনকে বিকিয়ে
দুনিয়ায় বানিয়েছো ঘর।

০৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৮
245030
ইবনে আহমাদ লিখেছেন : মাশাআল্লাহ - চমতকার অভিব্যক্তি।
জেদ্দা সিবিএফ এর সভাপতির শূন্যস্থানটার শূন্যতা সব সময়ে অনুভব হবে।
একমত। শূণ্যতা পূরণ হবার নয়।
302967
০৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:০৯
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনাকে এবং উনাকে দুজনেই সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা। অভিনন্দন জানিয়ে ইমেইল পাঠিয়েছিলাম। পেয়েছিলেন কি?
০৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৮
245031
ইবনে আহমাদ লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
দোয়া করবেন।
302980
০৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
আল্লাহতায়লা উনাকে রহমত করুন।
০৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:১১
245155
ইবনে আহমাদ লিখেছেন : আপনার প্রতি ও আল্লাহর রহমত বর্ষিত হউক।দোয়া করবেন।
303029
০৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:১১
আফরা লিখেছেন : আপনাকে এবং উনাকে দুজনেই সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা।
০৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:১২
245156
ইবনে আহমাদ লিখেছেন : আপনাকে ও সালাম এবং শুভেচ্ছা।
303050
০৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:১৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। আপনার মূল্যবান লিখাটি পড়ে আবু সাইফ ভাইয়া সম্পর্কে অনেক কিছু জানা হোল। ভাইয়ার জ্ঞানের বিশাল ভাণ্ডার ও চরিত্রের মাধুর্য মুগ্ধ করুক আমাদের সকলকেই এই প্রত্যাশা রইলো।
আপনার হৃদয়স্পর্শী লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
০৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:১২
245157
ইবনে আহমাদ লিখেছেন : হৃদয় থেকে একই দোয়া রইল আপনার জন্য।
303072
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:০২
কাহাফ লিখেছেন :
"الحب فى الله" আল্লাহর জন্যেই ভালবাসার সুনিপুণ বহিঃপ্রকাশ সুন্দর এই উপস্হাপনা!
মুহতারাম আবু সাইফ এবং আপনার জন্যেই অনেক ভালবাসা ও জাযাকুমাল্লাহু খাইরান!!
০৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:১৩
245158
ইবনে আহমাদ লিখেছেন : জাযাকুমুল্লাহু খাইর। দোয়া করবেন।
303137
০৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:০৮
আবু ফারিহা লিখেছেন : আপনার অতি প্রিয় বলায় আপনার প্রতি অভিমান হচ্ছে। এখানে আমাদের জায়গাটা কোথায় ? আসলেই তিনি শুধু আপনার একার নয় সবারই প্রিয় ও বিশ্বাসভাজন। তাঁর তুলনা শুধুই তিনি। বদলির খবরটা আমাদের সবাইকে আহত করেছে। তবে হৃদয়ের টানে মাঝে মাঝে দেখা করার চেষ্টা অব্যহত থাকবে আল্লাহ চাহেতো। ধন্যবাদ আপনাকে সবার প্রিয় মানুষটিকে নিয়ে দু'কলম লেখার জন্য।
০৪ মার্চ ২০১৫ বিকাল ০৫:৩৯
248521
ইবনে আহমাদ লিখেছেন : আবু ফারিহা ক্ষমা চাই ভাই। তিনি সবার। আর তাকে আগের মত পাবো।ইনশাআল্লাহ।
১০
303359
০৭ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৪৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ। সবার কল্যাণ কামনা করি।
১১
307221
০৪ মার্চ ২০১৫ বিকাল ০৫:৩৯
ইবনে আহমাদ লিখেছেন : আপনি কোথায়? খবর নিতে আমাদেরকে ভুলে যান কেন?
দোয়াটা বেশী করে চাই।
১২
311625
২৯ মার্চ ২০১৫ দুপুর ০২:২৫

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File