জামায়াতের টাকা খেয়ে বিচারপতিরা এই রায় দিয়েছেন।
লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ১৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:২৯:২৮ দুপুর
সকাল বেলা রায়ের প্রতিক্রিয়া শুনছিলাম।চ্যানেল আইতে। শাহবাগের প্রজন্ম (কেউ বলেন প্রজনন) চত্তরে জনা বিশ পোলাপাইন নিয়ে বসা জনাব ইমরান এইচ সরকারের মিডিয়া ইন্টারভিউ।
তিনি আল্লামা সাঈদী সাহেবের রায় নিয়ে বেশ উপভোগ্য ও ভয়ংকর মন্তব্য করেছেন।
আমি মনে করি জনাব ইমরান সত্য বলেছেন। এখন উচিত হবে - অতি মান সম্মান ওয়ালা সেনসেটিভ বিচারপতিরা এর জবাব দিবেন।তলব করবেন আদালতে।জিজ্ঞেস করবেন!
নতুবা চরম বিতর্ক উঠতে ই পারে আগের রায় গুলো লিখতে সরকার এবং ভারত থেকে কত টাকা নিয়েছেন এই সব মাননীয় বিচারপতিরা।
ইমরান এইচ বলেছেন -
# এই রায় জাতীর সাথে প্রতারণা করা হয়েছে।
# রাজনীতিবীদরা হল ভন্ড প্রতারক এবং দেশদ্রোহী।
# আত্মীয়তা করে রাজাকারদেরকে জায়েজ করছে সরকার।সম্ভবত তিনি শেখ হাসিনার বেয়াইর কথা বলেছেন।
# বিচারপতিরা জামায়াতের টাকা খেয়ে রায় লিখেছেন।ভয়ংকর অভিযোগ। সব মান সম্মান গেল।
# আবার বলেছেন - বিচারপতিরা ইসলামী ব্যাংকের টাকা খেয়ে রায় দিয়েছেন।এই পয়েন্টে সরকারকেও অভিযুক্ত করেছেন।
# যে মিডিয়া ইমরানকে নিয়ে মাতামাতি করেছিল গত ফ্রেব্রুয়ারীতে। তাদেরকে বকাবকি করেছেন।
# দেশের বুদ্বিজীবিদেরকে কিছুটা ধমক দিয়েছেন।
=================================
আমি শুনছিলাম - আর ভাবছিলাম - কেমন করে বাকশালীদের লালিত পালিত ঘরের ছেলে এমন কথা বলছে? দেশের সবচেয়ে সম্মানীত, সবচেয়ে বড় আদালতের মানুষগুলোকে ভাড়াটিয়া, ঘুষখোর,দালাল বানিয়ে প্রকাশ্যে মিডিয়ায় বলছে।
আমার মতে ইমরান রাগের মাথায় - বলতে গিয়ে আসল সত্যটা উচ্চারণ করেননি।একটু পরিস্কার করতে পারলে হয়তো জাতী জানতে পারতো? বিচারপতি সিনহার কথা স্কাইপি সংলাপে জানতে পেরেছিলাম।পরিস্কার হত বাকিরা কত টাকা,আর কি কি সুযোগ সুবিধা নিয়েছেন শতাব্দীর এই কলঙ্ক ক্যাঙ্গারু ট্রাইব্রুনালের মহড়া দিতে।
==================================
আমার মতে ইমরান- তুহিন- শাহরিরয়ার- মুনতাসীর- বাচ্ছুরা ভাল করে জানেন। এই ট্রাইব্রুনালের বিচারপতিরা কিভাবে মানবতাকে হত্যা করছেন কল্পিত সব অভিযোগে। কিভাবে বাকশালী কসাই হিসাবে নিজেদেরকে ইতিহাসে স্থান করছেন সরকার এবং বিদেশী প্রভুদের ইশারায়।
ইমরানের এই বক্তব্য প্রমান করে কিছু একটা ডিল হয়েছে।নতুবা এভাবে প্রকাশ্যে কেমন করে বলতে পারেন।
===============================
ইমরান যেহেতু প্রকাশ্যে মিডিয়ায় দাবী করেছেন - জামায়াত এবং ইসলামী ব্যাংক থেকে পয়সা খেয়ে রায় দেয়া হয়েছে। তাই প্রধান বিচারপতি সহ সরকার এটা জাতীর কাছে পরিস্কার করতে হবে।নতুবা জনগণ মনে করবে আমাদের প্রধান বিচরপতি সহ বড় আদালতের মাননীয়! ব্যক্তিগত অর্থের বিনিময়ে রায় দেন।
===================================
আপনারা কি মনে করেন। আলোচিত বক্তব্য আমার নয়। বরং তা জনাব ডাঃ ইমরান এইচ সরকারের।
বিষয়: বিবিধ
১২১৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কারন কে কত ভাগ পেল সেটা নিয়াই তো সমস্যা!!!
মন্তব্য করতে লগইন করুন