যাহা লাউ তাহাই কদু
লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ৩০ ডিসেম্বর, ২০১৩, ০৩:৩৬:১৪ দুপুর
সরকার দলীয় সাধারন সম্পাদক গতকাল সাংবাদিক সম্মেলনে বলেছেন বেগম খালেদা জিয়া নাটক করেছেন। এই নাটকের স্কীপ্ট লেখক কে ছিলেন? নাকটটির শেষ পর্দা এখনো জাতি দেখে নাই।আজ আরও নতুন কোন দৃশ্য হয়তো দেখতে হবে।
আমার দেশের সুশীল মিডিয়া প্রমান করার চেষ্টা করে, জনাব আশরাফ সত্যি একজন আশরাফ (ভদ্র) প্রকৃতির স্বজন ব্যক্তি।তিনি খুবই রুচিবান ব্যক্তি।
তবে গতকাল জনাব আশরাফ সাহেব নিজের নতুন এক পরিচয় দিয়েছেন এমন নয়। বরং অতীতেও এরকম আরো অনেকবার তিনি তার আশরাফের পরিচয় দিয়েছেন।
প্রেসক্লাব,আদালত চত্তরে যা হল তার ইতিহাস একমাত্র আবার আওয়ামীলীগই আবার তৈরী করতে পারে। অতীতে এই আওয়ামীলীগই আদালতের বিরুদ্ধে লাঠি মিছিল করেছিল। সেটা ছিল আইনের শাসন প্রতিষ্ঠার জন্য?
যারা আজও বাংলাদেশে মনে করেন - গনতান্ত্রিক ব্যবস্থার সাথে আওয়ামীলীগ অভ্যস্থ হয়েছে। তাদের জন্য বেশ কিছু শিক্ষা রয়েছে।
সুশীল বান্ধব মিডিয়াগুলোর জন্য অবশ্য আরো বেশ কিছু চমক রয়েছে। শেখ হাসিনা প্রমান করেছেন তিনি তার পিতার চাইতে এক ডিগ্রি বেশী বাকশালী।
বাকশালী মনোজগতের বাসিন্দারা কখনোই নিজেদেরকে গনতান্ত্রিক ব্যবস্থায় মানানসই করতে পারে না। এটা প্রমান করলো আবার।
এবার যদি আমাদের হুশ হয়।
তাই যাহা লাই তাহাই হল কদু।
বিষয়: বিবিধ
১২৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন