একজন মানুষ কত সম্মানীত হতে পারে?

লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ১৩ ডিসেম্বর, ২০১৩, ০৪:৩৮:৪০ বিকাল

গতকাল আমরা বলতে আমার পরিবার এবং বন্ধু মহলের বেশ কয়েকজন পবিত্র কাবায় গিয়েছিলাম। আমি মূলত তাওয়াফ করতে গিয়েছিলাম। উদ্দ্যেশ্য হল বর্তমান বাংলাদেশের সাঈয়েদুশ শুহাদা (শহীদদের নেতা) শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইর জন্য দোয়া করা এবং তার পথে চলার জন্য মহান আল্লাহর কাছে তৌফিক চাওয়া।কারন মহান আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ এই পথে চলতে পারে না।

কাবার চত্তরে (মাতাফে) আমি এবং আমার ছেলে মা'য়ান নিয়ে বসা ছিলাম ৭৯ গেইটের পাশে। হালকা বাতাশ ছিল তাই ছেলেকে কোলে নিয়ে ই কালো ঘরটার সৌন্দর্য উপভোগ করছিলাম।আর ভাবছিলাম শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই এত সম্মান,মর্যাদা এক জীবনে কেন পেলেন? মহান আল্লাহ তার প্রতি এত সন্তুষ্ট হলেন কেন?

তার পথ, চিন্তা, চেতনা, বলা,চলা,এবং সর্বপরি তার জীবন দর্শন ইত্যাদি।

প্রায় ২ ঘন্টার মত একই জায়গায় বসা ছিলাম।এই দুই ঘন্টায় মনে হল জেদ্দা থেকে প্রায় পরিচিত সবই যেন মক্কায় চলে এসেছে। সবার একই উদ্দেশ্য। শহীদের জন্য দোয়া করা।

অনেকের সাথে কথা হল - আল্লাহর ঘরের সামনেই বসে। তবে একজনের কথা আপনাদেরকে শেয়ার করছি,

তিনি জেদ্দায় থাকেন,বড় চাকরি করেন,রাজনীতির সাথে জড়ীত।

যে রাজনীতি বাংলাদেশকে খাদের কিনারায় নিয়ে গেছে।

যে রাজনীতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতে কাছে বন্ধক রেখেছে।

যে রাজনীতি দেশের মানুষের বোধ বিশ্বাসকে অস্বীকার করছে।

যে রাজনীতি বর্তমানে এক ফ্যাসিষ্ট দানবীয় রুপ নিয়েছে।

আমি বলছি আওয়ামীলীগের কথা। যা দেশের মানুষের জন্য এক গজবে পরিণত হয়েছে।

তিনি এসেছেন শহীদ আব্দুল কাদের মোল্লার জন্য দোয়া করতে।

জিজ্ঞেস করলাম, ভাই পরিহাস করার সময় তো আরো ছিল।আল্লাহর ঘরের সামনে বসে নেত্রীর মত করে মিথ্যা কথা না বললেই পারতেন।

ভদ্রলোক আমার কথা শুনে চোখ মুছতে লাগলো। বলল, ভাই আমি আপনার সাথে কথা বলবো জিদ্দায় গিয়ে।

তবে আজ আমি এসেছি, সত্যি মোল্লা সাহেবের জন্যই। আমার বিশ্বাস এই লোকটি বাংলাদেশের জন্য এক রহমত।

আর আমাদের জন্য এক গজবের কারণ। আমি সেই গজব থেকে বাঁচার জন্য এসেছি। বাকি কথা জেদ্দায় হবে। দোয়া করবেন।

বিষয়: বিবিধ

১২৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File