সিকিমের লেন্দুপ দর্জির মত আমার দেশের ভারতীয় দালাল পরিবারকে তাড়াতে পারবে?

লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ২৭ নভেম্বর, ২০১৩, ০২:৫৪:৪৮ দুপুর

কেমন আছেন সবাই। দেশের জন্য এখনই কিছু করার সময়। নিজের ও পরিবারের জন্য সময় দেয়ার অনেক সুযোগ আসবে। কিন্তু দেশ,জাতি,এবং নিজের ঈমান আ'মাল রক্ষার জন্য সব সময় সুযোগ সব সময় আসে না।

বর্তমান সময়টা দেশের সাধারণ মানুষের জন্য,স্বাধীনতার জন্য,৫৬ হাজার বর্গমাইলের হেফাজতের জন্য এবং সর্বপরি আমার দেশের মৌলিক বোধ বিশ্বাস রক্ষা করার সময় এসেছে।

আমরা আমাদের সব কিছু নিয়ে ভারতীয় পা চাটা গোলামদের বিপক্ষে অবস্থান গ্রহন করতে হবে।এটা সময়ের দাবী।

আমাদের পাশের দেশ সিকিম একই ভাবে তার স্বাধীনতা হারিয়েছিল।বর্তমান আওয়ামীলীগের নেতৃত্বের কাছে দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব, ইসলাম কিছুই সুরক্ষিত নয়।এরা তাদের ক্ষমতার জন্য দেশকে বিক্রি করতে পারে।ইতিমধ্যে তা অনেকটা করে ফেলেছে।

আজকের প্রজন্ম যদি ভারতীয় দালালদের থেকে দেশকে রক্ষা না করতে পারে, তা হলে আগামী প্রজন্ম আমাদেরকে কখনো ক্ষমা করবে না।বরং আমরা মুশরিকদের করুনার পাত্র হয়ে বাঁচতে হবে। আমরা ৭১ এ মুক্তিযোদ্ধ করিনি পিন্ডির খপ্পর থেতে দিল্লির খাঁচায় বন্ধি হবার জন্য।

সময়ের দাবী হল - যার যা আছে তাই নিয়ে ডিজিটাল বাকশালীদেরকে রুখতে হবেই।যারা সিকিমের নেন্দুপ দর্জির ভুমিকায় রয়েছে। এদেরকে তাড়াতে হবে।

বিষয়: বিবিধ

১২৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File