বিএনপির হরতালে কেন নেতা শুণ্য হয় - তার কারণ
লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ১৪ নভেম্বর, ২০১৩, ০৮:০০:১৫ রাত
বিএনপির কেন্দ্রীয় নেতারা কেন হরতালের দিন পলায়ন করেন -
পাঁচটি কারন -----
প্রথম - বিএনপির কেন্দ্রীয় নেতা যারা হবেন - তাদের প্রধান চরিত্র হতে হবে - বসন্তের কোকিল।কোন রিস্ক নেয়া যাবে না।
----------------------------------------------------------
২য় - জাতিয়তাবাদী আদর্শের নাম বিএনপি হলেও তাদের নেতারা হবেন বাঙ্গালী তথা রামপন্থী আদর্শের প্রতি বেশী আনুগত্যশীল।বাংলাদেশী বলতে যতনা উৎসাহিত তার চেয়ে বহুগুনে আবেগী হন বাঙ্গালী হতে।
-----------------------------------------------------------
৩য় - যার নামে বিএনপি। যারা কারনে আজকের এই বিএনপি। সেই শহীদ জিয়াকে যত না চর্চা করা হবে, তারা চাইতে বেশী চর্চিত হতে হবে রবিন্দ্রনাথ এবং শেখ মুজিবকে। এই বড় গুনটি না থাকলে তথাকথিত প্রগতিশীল বিএনপি হওয়া যাবে না। কারন তাতে ভয় আছেই ইসলাম পন্থী হবার!
----------------------------------------------------------------
৪র্থ - বিএনপির নেতা হওয়াতে মিডিয়া মালিক হওয়া যাবে তবে অবশ্যই বিএনপির মালিকানাধিন মিডিয়াতে জাতিয়তাবাদি আদর্শের প্রচার হবেনা।ইসলাম মুসলমান তো নয়ই।কারন এতে দেশের নাস্তিক ও রামপন্থীদের দৃষ্টিতে নিরপেক্ষতা হারাবে।
---------------------------------------------------------------
৫ম - বিএনপি করে মন্ত্রী,এমপি,ব্যবসায়ী হওয়া যাবে।টাকা কামানোর উৎকৃষ্ট টাকশাল হল বিএনপি। তবে অবশ্যই দলের বিপদে দুরত্ব বজায় রাখতে হবে। নতুবা বিএনপির কেন্দ্রীয় নেতা হওয়া যাবে না।
----------------------------------------------------------
আপদত এই পাঁচটি কারনে বিএনপির কেন্দ্রীয় নেতারা হরতালে রাস্তায় নামতে পারেন না।কারন বিএনপির নেতাদের গায়ে যে পরিমান চর্বিযুক্ত (অবৈধ সম্পদ) হয়ে আছে,তাতে এটা হারাবার ভয় তো থাকা স্বাভাবিক।বেচারাদের দোষ দিয়ে কি লাভ বলেন ম্যডাম খালেদা জিয়া ও তারেক ভাই।
তবে ভয় নেই - রাস্তা তো আছেই দখলে ১৮ দলের। জামায়াত শিবিরতো আছেই।
জামায়াত শিবির সকল নির্যাতন সহ্য করবে।তাদের কেন্দ্রীয় নেতাদেরকে ফাঁসি দেয়া হবে। আর বিএনপির নেতারা মন্ত্রী হবেন।
খায়েশটা পূরন হওয়ার মত কি? কি মনে করেন আপনারা।বাংলাদেশের সাধারণ গনমানুষ কি এটা মানবে।
বিষয়: বিবিধ
১৪৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন