ভয়াল ২৮ আক্টোবরের শহীদদের ও স্বপ্ন ছিল - আমাদের দায়িত্ব এবং দায়িত্ববোধ

লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ২৮ অক্টোবর, ২০১৩, ০৪:০৪:১২ রাত





চিন্তা করছিলাম ২৮শে আক্টোবরের শহীদ ভাইদের জীবন নিয়ে। ভাবছিলাম কেন তারা এভাবে জীবন দিল। নির্মমতা,নিষ্ঠুরতা,বর্বরতা,আর বাকশালী লগি বৈঠার তান্ডবে যারা প্রাণ দিল তাদের জীবনটা কেমন হত। সেই ভয়াল ২৮ আক্টোবরের শহীদদের তো অনেক স্বপ্ন ছিল,

ছিল তাদের ভবিষ্যৎ।

আমাদের মত তাদের ও বড় হয়ে অনেক কিছু হবার যোগ্যতা,মেধা ছিল।

ছিল তাদের সামনে স্বপ্নিল সোনালীর আগামী।

সুখ আর সুখের সংসারের হাতছানি দিচ্ছিল।

আবার ২৮ শে আক্টোবরের কয়েকজন শহীদের সন্তান ছিল। ছিল প্রিয়তমা। যারা এখনো অপেক্ষা করছে।

এগুলো সব কিছুকে পিছনে ফেলে তারা তাদের দায়িত্ব পালন করেছেন।

কিন্তু তারা তাদের রক্তের শেষ বিন্দু দিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন। এ দায়িত্বের ভার আমরা কি পালন করছি। আমাদের পিছু টান - পরিবার,সন্তান,আবার সন্তানদেরকে বিদেশে পাঠাতে হবে,অর্থ বিত্তের মালিক হবার প্রতিযোগিতা,কোম্পানীর ডাইরেক্টর হবার নেশা,এমডি,চেয়ারম্যন ইত্যাদি - এগুলো সব ই আমাদের দায়িত্ব পালনে বাধা।

আজ সময় এসছে এই সব বাধা মাড়িয়ে আমাদের উপর অপ্রিত দায়িত্ব পালন করার। যদি আমরা সবাই দায়িত্ববোধ থেকে দায়িত্ব পালন করি -তাহলে নিকশ কালো অন্ধকার চলে যাবেই। এটা আমাদের মালিকের দেয়া ওয়াদা। তিনি তার ওয়াদা পালন করেন।



আজ সেই ২৮শে আক্টোবর। পারবো কি? সবাই প্রস্তুত? শহীদদের রেখে যাওয়া আমানতের হক্ক আদায় করতে পারবো কী?

তাই আসুন

রাজপথ হউক আমাদের সবার ঠিকানা -

শেষ গন্তব্যে পৌছা হউক আমাদের লক্ষ্য -

আমাদের প্রেরণার বাতিঘর শহীদদের বদলা নেওয়া হউক একমাত্র উদ্দেশ্য।



হে আল্লাহ আমাদেরকে সেই হিম্মত দাও -- আমীন

বিষয়: বিবিধ

১১৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File